০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উলুবেড়িয়ার ইসলামী ঐক্য সভা থেকে ঐক্যের পথে চলার ডাক

সাদিয়া আহমেদ
  • আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 26

পুবের কলম প্রতিবেদক: মুসলিমদের সমাজের বিভিন্ন মাসলাকের অনুসারীদের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করার লক্ষ্যে ঐক্যপন্থী আলেম উলামাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো রবিবার উলুবেড়িয়ার জামবেড়িয়া হাই মাদ্রাসায়। এই সভায়  স্বাগত ভাষণ দেন জামবেড়িয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা বাকি বিল্লাহ সাহেব। এরপরে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য সভার আহ্বায়ক মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব। তিনি বিশ্বনবীর আদর্শকে সামনে রেখে ঐক্যের পথ কেমন হওয়া উচিত তা বিশ্লেষণ করেন। ঐক্যবদ্ধ না থাকার ফলে স্পেনে, বাগদাদে এবং সর্বশেষ মায়ানমারে  মুসলিমদের উপর কি করুন পরিস্থিতি এসেছিল তা স্মরণ করিয়ে দেন। একদিকে যখন আসামে মাদ্রাসার ওপরে বুলডোজার চলছে, অন্যদিকে উত্তরপ্রদেশে বহু মাদ্রাসাকে বেআইনি বলে ঘোষণা করা হচ্ছে, তখন ঐক্যবদ্ধ না থাকলে মাদ্রাসা গুলি বাঁচানো সম্ভব হবে না বলে ও তিনি উল্লেখ করেন।  শিক্ষক মাওলানা আজিবুর রহমান বলেন, আল্লাহ যেখানে অমুসলিমদের দেব-দেবীকে গালি দিতে নিষেধ করেছেন সেখানে মতপার্থক্যের কারণে একজন মুসলমান অন্য মুসলমানকে কিভাবে গালি দিতে পারে? এছাড়া বক্তব্য রাখেন দিশা সংগঠনের সম্পাদক ইফতিকার হোসেন সাহেব, শিক্ষক মাওলানা আবু হানিফা সাহেব, শিক্ষক মাওলানা আব্দুল মোমেন সাহেব, শিক্ষক মাওলানা গাউসুল আজম সাহেব। এই সভা থেকে হাওড়া জেলায় ইসলামী ঐক্যের কাজ করার জন্য মাওলানা শিহাব নাদভী ও মাওলানা ইকরামুল হক মীরের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়।

উলুবেড়িয়ার ইসলামী ঐক্য সভা থেকে ঐক্যের পথে চলার ডাক

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

ছবি: বক্তব্য রাখছেন আহবায়ক মাওলানা আমিনুল আম্বিয়া। মঞ্চে উপস্থিত আছেন মাওলানা আব্দুল মোমেন, মাওলানা আবু হানিফা ও ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বাকিবিল্লাহ সাহেব।

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উলুবেড়িয়ার ইসলামী ঐক্য সভা থেকে ঐক্যের পথে চলার ডাক

আপডেট : ৫ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: মুসলিমদের সমাজের বিভিন্ন মাসলাকের অনুসারীদের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করার লক্ষ্যে ঐক্যপন্থী আলেম উলামাদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো রবিবার উলুবেড়িয়ার জামবেড়িয়া হাই মাদ্রাসায়। এই সভায়  স্বাগত ভাষণ দেন জামবেড়িয়া হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা বাকি বিল্লাহ সাহেব। এরপরে বক্তব্য রাখেন ইসলামী ঐক্য সভার আহ্বায়ক মাওলানা আমিনুল আম্বিয়া সাহেব। তিনি বিশ্বনবীর আদর্শকে সামনে রেখে ঐক্যের পথ কেমন হওয়া উচিত তা বিশ্লেষণ করেন। ঐক্যবদ্ধ না থাকার ফলে স্পেনে, বাগদাদে এবং সর্বশেষ মায়ানমারে  মুসলিমদের উপর কি করুন পরিস্থিতি এসেছিল তা স্মরণ করিয়ে দেন। একদিকে যখন আসামে মাদ্রাসার ওপরে বুলডোজার চলছে, অন্যদিকে উত্তরপ্রদেশে বহু মাদ্রাসাকে বেআইনি বলে ঘোষণা করা হচ্ছে, তখন ঐক্যবদ্ধ না থাকলে মাদ্রাসা গুলি বাঁচানো সম্ভব হবে না বলে ও তিনি উল্লেখ করেন।  শিক্ষক মাওলানা আজিবুর রহমান বলেন, আল্লাহ যেখানে অমুসলিমদের দেব-দেবীকে গালি দিতে নিষেধ করেছেন সেখানে মতপার্থক্যের কারণে একজন মুসলমান অন্য মুসলমানকে কিভাবে গালি দিতে পারে? এছাড়া বক্তব্য রাখেন দিশা সংগঠনের সম্পাদক ইফতিকার হোসেন সাহেব, শিক্ষক মাওলানা আবু হানিফা সাহেব, শিক্ষক মাওলানা আব্দুল মোমেন সাহেব, শিক্ষক মাওলানা গাউসুল আজম সাহেব। এই সভা থেকে হাওড়া জেলায় ইসলামী ঐক্যের কাজ করার জন্য মাওলানা শিহাব নাদভী ও মাওলানা ইকরামুল হক মীরের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়।

উলুবেড়িয়ার ইসলামী ঐক্য সভা থেকে ঐক্যের পথে চলার ডাক

আরও পড়ুন: বাক্-স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না– শর্মিষ্ঠার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ

ছবি: বক্তব্য রাখছেন আহবায়ক মাওলানা আমিনুল আম্বিয়া। মঞ্চে উপস্থিত আছেন মাওলানা আব্দুল মোমেন, মাওলানা আবু হানিফা ও ভার প্রাপ্ত প্রধান শিক্ষক বাকিবিল্লাহ সাহেব।

আরও পড়ুন: ইসলামের দাওয়াত সবার জন্য

আরও পড়ুন: ইসলাম: শান্তির পয়গাম