০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

১৫ দিনে ৩ বার এক শিশুকে সাপে কামড়েছে!

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 81

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্কঃ ঔরঙ্গাবাদে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। ১২ বছরের একটি শিশুকে ১৫ দিনে ৩ বার সাপে কামড়েছে। শিশুটির তিনবারই চিকিৎসা করা হয় এবং সে সুস্থ হয়। ঘটনাটি মফস্বল থানা এলাকার। এখানে বসবাসকারী রঞ্জিত ভগতের ১২ বছর বয়সী ছেলে নীরজকে বারবার সাপ কামড়াচ্ছে।

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

যার জেরে আশঙ্কায় পরিবারের লোকজন তাকে জেহানাবাদে তার আত্মীয়ের বাড়িতে পাঠায়।২ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ঘটনাটি ৩ বার ঘটেছে। শিশুটির দাদা ফেকান ভগত জানান, ২ জুলাই নীরজকে বাড়ির বাইরেই একটি বিশাল বিষাক্ত সাপ কামড়ায়। নীরজ চিৎকার করলে লোকজন এসে পৌঁছতেই সাপ চলে যায়।

আরও পড়ুন: কিভাবে বুঝবেন শিশু অবসাদে ভুগছে

 

আরও পড়ুন: ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম

সেখানে চিৎকারে শিশুটি অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে গয়ার মগধ মেডিকেল কলেজে রেফার করেন। সেখান থেকে চিকিৎসা শেষে ফেরার পর ২ দিন পর খেলার সময় তাকে আবারও সাপে কামড়ায় এবং তার ঠিক ৮ দিন পরে ১৩ জুলাই নীরজকে আবার একটি সাপে কামড় দেয়। এই সময় সে একা বারান্দায় ঘুমাচ্ছিল।

সাপ কামড়েছে বলে চিৎকার করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এবারও পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর সে সুস্থ হয়।এরপর সাপের আতঙ্কে শিশুটিকে গ্রামের বাইরে নিয়ে যায় পরিবার।এই সাপে কামড়ানোর ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে বার বার সাপে কামড়ানোর ভয়, এটাকে এটা ওফিডিও ফোবিয়া বলছে মনোরোগ বিশেষজ্ঞরা। সাপ নেই, তবুও সাপের ভয় পাওয়া।

এই ধরনের শিশুদের একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কাউন্সেলর করানো উচিত বলে জানান ডাঃ বিকাশ শংকর।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১৫ দিনে ৩ বার এক শিশুকে সাপে কামড়েছে!

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ঔরঙ্গাবাদে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। ১২ বছরের একটি শিশুকে ১৫ দিনে ৩ বার সাপে কামড়েছে। শিশুটির তিনবারই চিকিৎসা করা হয় এবং সে সুস্থ হয়। ঘটনাটি মফস্বল থানা এলাকার। এখানে বসবাসকারী রঞ্জিত ভগতের ১২ বছর বয়সী ছেলে নীরজকে বারবার সাপ কামড়াচ্ছে।

 

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

যার জেরে আশঙ্কায় পরিবারের লোকজন তাকে জেহানাবাদে তার আত্মীয়ের বাড়িতে পাঠায়।২ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে ঘটনাটি ৩ বার ঘটেছে। শিশুটির দাদা ফেকান ভগত জানান, ২ জুলাই নীরজকে বাড়ির বাইরেই একটি বিশাল বিষাক্ত সাপ কামড়ায়। নীরজ চিৎকার করলে লোকজন এসে পৌঁছতেই সাপ চলে যায়।

আরও পড়ুন: কিভাবে বুঝবেন শিশু অবসাদে ভুগছে

 

আরও পড়ুন: ওমরাহ পালন করতে এসে মক্কায় সন্তানের জন্ম

সেখানে চিৎকারে শিশুটি অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত ঔরঙ্গাবাদ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে গয়ার মগধ মেডিকেল কলেজে রেফার করেন। সেখান থেকে চিকিৎসা শেষে ফেরার পর ২ দিন পর খেলার সময় তাকে আবারও সাপে কামড়ায় এবং তার ঠিক ৮ দিন পরে ১৩ জুলাই নীরজকে আবার একটি সাপে কামড় দেয়। এই সময় সে একা বারান্দায় ঘুমাচ্ছিল।

সাপ কামড়েছে বলে চিৎকার করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এবারও পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার পর সে সুস্থ হয়।এরপর সাপের আতঙ্কে শিশুটিকে গ্রামের বাইরে নিয়ে যায় পরিবার।এই সাপে কামড়ানোর ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্যদিকে বার বার সাপে কামড়ানোর ভয়, এটাকে এটা ওফিডিও ফোবিয়া বলছে মনোরোগ বিশেষজ্ঞরা। সাপ নেই, তবুও সাপের ভয় পাওয়া।

এই ধরনের শিশুদের একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত এবং কাউন্সেলর করানো উচিত বলে জানান ডাঃ বিকাশ শংকর।