২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলায় পুলওয়ামায় নিহত এক সিআরপিএফ জওয়ান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
  • / 38

 

 

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

পুবের কলম ওয়েবডেস্কঃ সন্ত্রাসী হামলায় রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। সেনাসূত্রে খবর পুলওয়ামা চেকপোস্টে এই হামলা হয়। হামলা প্রতিহত করতে গিয়ে শহীদ হন এএসআই বিনোদ কুমার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জওয়ান কে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ভূস্বর্গে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ১

গাঙ্গু চেকপোস্টের কাছে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আধাসামরিক বাহিনীর ওই জওয়ান। জম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াই। সন্ত্রাসীরাও পাল্টা জবাব দিতে শুরু করে। এই গুলির লড়াইয়ের মাঝেই আহত হন এএসআই বিনোদ কুমার। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।গোটা এলাকা ঘিরে রেখেছেন ভারতীয় জওয়ানরা।

আরও পড়ুন: সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর সন্ত্রাসী হানা, নিহত এক, গুরুতর জখম অপরজন

উল্লেখ্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির পর ফের পুলওয়ামায়  জঙ্গি হানার ঘটনা ঘটল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় অবন্তীপুরার কাছে  লেথপোড়ায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হানায় শহীদ হন ৪০ জন জওয়ান। পুলওয়ামার পাল্টা পাকিস্তানের বালাকোটে  এয়ারস্ট্রাইক চালায় ভারত।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্ত্রাসী হামলায় পুলওয়ামায় নিহত এক সিআরপিএফ জওয়ান

আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

পুবের কলম ওয়েবডেস্কঃ সন্ত্রাসী হামলায় রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। সেনাসূত্রে খবর পুলওয়ামা চেকপোস্টে এই হামলা হয়। হামলা প্রতিহত করতে গিয়ে শহীদ হন এএসআই বিনোদ কুমার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জওয়ান কে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ভূস্বর্গে সেনা-জঙ্গির গুলির লড়াই, নিহত ১

গাঙ্গু চেকপোস্টের কাছে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আধাসামরিক বাহিনীর ওই জওয়ান। জম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াই। সন্ত্রাসীরাও পাল্টা জবাব দিতে শুরু করে। এই গুলির লড়াইয়ের মাঝেই আহত হন এএসআই বিনোদ কুমার। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।গোটা এলাকা ঘিরে রেখেছেন ভারতীয় জওয়ানরা।

আরও পড়ুন: সোপিয়ানে দুই কাশ্মীরি পণ্ডিত ভাইয়ের ওপর সন্ত্রাসী হানা, নিহত এক, গুরুতর জখম অপরজন

উল্লেখ্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির পর ফের পুলওয়ামায়  জঙ্গি হানার ঘটনা ঘটল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় অবন্তীপুরার কাছে  লেথপোড়ায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হানায় শহীদ হন ৪০ জন জওয়ান। পুলওয়ামার পাল্টা পাকিস্তানের বালাকোটে  এয়ারস্ট্রাইক চালায় ভারত।