০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হাসপাতালের কিচেন রুমের পাশে আবর্জনার স্তূপে আগুন আতঙ্ক, বেলুড়ের ইএসআই হাসপাতালে
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 25
আইভি আদক, হাওড়া: হাসপাতালের কিচেন রুমের ঠিক পাশেই আবর্জনার স্তূপে আগুন। অল্পের জন্য বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা। আতঙ্ক বেলুড়ের ইএসআই হাসপাতালে। রবিবার সন্ধ্যেয় হাওড়ার বেলুড়ের ইএসআই হাসপাতালের কিচেন বিভাগের পাশেই আবর্জনার স্তূপে আগুন লাগে। প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন ছড়িয়ে পড়া যথেষ্টই সম্ভাবনা ছিল। তবে, কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকলকেও খবর দেওয়া হয়। অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। আগুন নেভাতে গিয়ে দুজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।
Tag :
A fire broke out Belur's ESI Hospital in a pile of garbage next্to the kitchen room of the hospita্




























