চিন থেকে ছড়াচ্ছে ওমিক্রনের অতি সংক্রামক নয়া ধরন

- আপডেট : ১ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 22
পুবের কলম ওয়েব ডেস্কঃ চিনে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন ধরন ‘বিএফ.৭’, যা অতি সংক্রামক ও শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর সংক্রমণ ঠেকাতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দরিদ্র জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে জোর দিয়েছে চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা।
একইসঙ্গে প্রাপ্তবয়স্কদের জরুরি ভিত্তিতে করোনার বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। গত কয়েক মাস ধরে করোনার সংক্রমণ নিম্নমুখী ছিল। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় করোনার বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয় বিভিন্ন দেশে।
তবে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে ভাইরাসটি। সম্প্রতি বিএফ.৭ নামে চিনে ওমিক্রনের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এরই মধ্যে চিনের সীমানা পেরিয়ে ভাইরাসের অতি সংক্রামক নতুন এ ধরনটি আমেরিকা, ব্রিটনে, অস্ট্রেলিয়া এমনকি ভারতেও ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
ওমিক্রনের নতুন এ ধরন যখন বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে, তখর আরও বেশি আতঙ্কের বার্তা শোনালেন চিনের একদল গবেষক। তারা জানান, ওমিক্রন বিএফ.ফাইভের তৃতীয় উপধরন বিএফ.৭ হল অনেক বেশি সংক্রামক এবং ধরনটিকে শনাক্ত করা বেশ কঠিন কাজ।
এটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, তাই সবার সুরক্ষায় আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে চিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। প্রাপ্তবয়স্কদের জরুরি ভিত্তিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে ওমিক্রনের বিএফ.৭ শনাক্তের পর একদল বিশেষজ্ঞ জানিয়েছিলেন, এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আগে থেকে নেওয়া প্রতিষেধক কার্যকর নাও হতে পারে। কারণ এটি অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি ক্ষমতাসম্পন্ন।