৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ড্রোনের নজরদারিতে কড়া নিরাপত্তায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা হাওড়ায়, মোতায়েন র‍্যাফ

আইভি আদক, হাওড়া:  বেলুড়ে পুলিশের উপস্থিতিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বের হল। বৃহস্পতিবার সকাল ৭টায় বেলুড় শ্রীহনুমান ভক্ত মন্ডলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুড় জি টি রোড হয়ে সালকিয়া হয়ে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে ওই শোভাযাত্রা রওনা দেয়।

এদিন শ্রীহনুমান ভক্ত মন্ডল সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বেলুড় জি টি রোড থেকে সকালে ওই বিশাল শোভযাত্রা বের হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রীতম জৈন, বি এল আগরওয়াল প্রমুখ।হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রাজাকাটরায় পঞ্চমুখী হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে ওই শোভাযাত্রা।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। একদিকে যেমন রাস্তার ধারে ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি শোভাযাত্রা শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

আরও পড়ুন: বন্দে ভারত-এর রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ তৈরি হচ্ছে বেলুড়ে

এছাড়াও বিভিন্ন রাস্তার মুখে মোতায়ন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। রামনবমীর শোভাযাত্রায় হাওড়ায় অশান্তির ঘটনার কথা মাথায় রেখে হনুমান জয়ন্তী উপলক্ষে সতর্ক রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

সর্বধিক পাঠিত

যোগীরাজ্যে প্রকাশ্যে অস্ত্র বিক্রি কট্টরপন্থীদের, দশজনকে গ্রেফতার-একাধিক ধারায় মামলা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ড্রোনের নজরদারিতে কড়া নিরাপত্তায় হনুমান জয়ন্তীর শোভাযাত্রা হাওড়ায়, মোতায়েন র‍্যাফ

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

আইভি আদক, হাওড়া:  বেলুড়ে পুলিশের উপস্থিতিতে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বের হল। বৃহস্পতিবার সকাল ৭টায় বেলুড় শ্রীহনুমান ভক্ত মন্ডলের পক্ষ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। বেলুড় জি টি রোড হয়ে সালকিয়া হয়ে কলকাতার বড়বাজারের উদ্দেশ্যে ওই শোভাযাত্রা রওনা দেয়।

এদিন শ্রীহনুমান ভক্ত মন্ডল সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে হনুমান জয়ন্তী উপলক্ষে বেলুড় জি টি রোড থেকে সকালে ওই বিশাল শোভযাত্রা বের হয়। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়। এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রীতম জৈন, বি এল আগরওয়াল প্রমুখ।হাওড়া ব্রিজ হয়ে কলকাতার রাজাকাটরায় পঞ্চমুখী হনুমান মন্দিরে গিয়ে শেষ হবে ওই শোভাযাত্রা।

আরও পড়ুন: সোদপুর নির্যাতিতা কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত আরিয়ান খান

হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে আজ বৃহস্পতিবার সকাল থেকেই হাওড়ায় কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। একদিকে যেমন রাস্তার ধারে ব্যারিকেড করা হয়েছে, পাশাপাশি শোভাযাত্রা শান্তিপূর্ণ করতে বিভিন্ন এলাকায় উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

আরও পড়ুন: বন্দে ভারত-এর রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ তৈরি হচ্ছে বেলুড়ে

এছাড়াও বিভিন্ন রাস্তার মুখে মোতায়ন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। রামনবমীর শোভাযাত্রায় হাওড়ায় অশান্তির ঘটনার কথা মাথায় রেখে হনুমান জয়ন্তী উপলক্ষে সতর্ক রয়েছে প্রশাসন।

আরও পড়ুন: হাওড়ায় একাধিক ট্রেন বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত