পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশায় কাজে গিয়ে ফের প্রাণ হারালেন বাংলার এক পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদ জেলার সুতি থানার চক বাহাদুরপুর এলাকার বাসিন্দা জুয়েল রানা (১৯)–কে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে ওডিশার সম্বলপুরে কাজ করতে গিয়েছিলেন জুয়েল। তাঁর সঙ্গে সুতি এলাকার আরও এক যুবক একই বাড়িতে ভাড়ায় থাকতেন। বুধবার সন্ধ্যায় কয়েকজন দুষ্কৃতী তাঁদের ঘরে হামলা চালায়। দু’জনকেই বাইরে টেনে এনে নির্মমভাবে মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জুয়েলের মৃত্যু হয়। অন্য শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন।
জুয়েলের মা নাজিম বিবি ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তাঁর কথায়, “ছেলের অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল। ওকে পিটিয়ে মেরে ফেলল।” খবর পেয়ে নিহতের বাড়িতে যান সুতি বিধানসভার তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। তিনি জানান, ঘটনায় অভিযুক্ত ছয় জন গ্রেপ্তার হয়েছে এবং পরিবারকে সবরকম সহায়তা করা হবে। রঘুনাথগঞ্জের বিধায়ক ও রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তিনি বলেন, “কেন্দ্রের নিষ্ক্রিয়তার কারণেই এমন ঘটনা রোখা যাচ্ছে না।”





























