পুবের কলম, ওয়েবডেস্ক: ‘গুপ্তচরবৃত্তি’র অভিযোগে পাঞ্জাবে আটক এক নাবালক। সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গোপন ও সংবেদনশীল তথ্য পাকিস্তানকে শেয়ার করত। এমন তথ্য পাওয়ার পর এক ১৫ বছরের কিশোরকে পাঠানকোট থেকে আটক করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, কিশোরটি একা কাজ করছিল না। কর্মকর্তাদের আশঙ্কা, আরও কয়েকজন শিশু আইএসআই অপারেটিভদের সঙ্গে যোগাযোগে থাকতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ওই কিশোর গত এক বছর ধরে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হ্যান্ডলারদের কাছে ভারতের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য পাঠাচ্ছিল। তার বিরুদ্ধে সংবেদনশীল সামরিক স্থাপনার ছবি ও তথ্য শেয়ার করার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, কিশোরের মোবাইল ফোন থেকে চ্যাট ও কল রেকর্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিশোরটি বিশ্বাস করত যে তার বাবাকে খুন করা হয়েছে, যার ফলে সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। এই সুযোগেই সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি সংস্থার ফাঁদে পড়ে বলে তদন্তে উঠে এসেছে।
পাঠানকোটে কর্মরত সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) দলজিন্দর সিং ধিল্লন সংবাদমাধ্যমকে জানান, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আইএসআই-এর সামনের সংগঠন ও পাকিস্তানি সামরিক কর্মকর্তাদের কাছে পাচার করার অভিযোগে তথ্য পাওয়ার পরই কিশোরটিকে হেফাজতে নেওয়া হয়। তিনি বলেন, বাবার মৃত্যুকে ঘিরে সন্দেহ ও মানসিক আঘাতের সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকে প্রভাবিত করা হয়। নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণে পাকিস্তানভিত্তিক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের প্রমাণ মেলার পরই ওই নাবালককে আটক করা হয়।





























