২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এক মশার কামড়ে ৪ সপ্তাহ কোমায়!

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 66

পুবের কলম ওয়েব ডেস্কঃ জার্মানির নাগরিক সেবাস্তিয়ান রতৎস্কে। বাড়ি রোডারমার্ক শহরে। গত বছরের গ্রীষ্মে ‘এশিয়ান টাইগার মশা’ কামড়েছিল তাঁকে। এরপর সর্দি,জ্বরের উপসর্গ দেখা দেয়। তবে সেটা ছিল কেবল শুরু। এরপর একে একে দেখা দেয় বিভিন্ন সমস্যা। সেবাস্তিয়ানের পায়ের দু’টি আঙুল আংশিক কেটে ফেলতে  হয়েছে। করতে হয়েছে ৩০টি অস্ত্রোপচার। আর তিনি চার সপ্তাহ ছিলেন কোমায়!

 

আরও পড়ুন: মশার কামড়ের এই রোগে হয় না নিরাময়, প্রতিরোধে ঘরে ঘরে ওষুধ স্বাস্থ্য দফতরের

এখানেই শেষ নয়, মশার ওই কামড়ের পর রক্তে বিষক্রিয়া এবং লিভার, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগেছেন তিনি। ২৭ বছর বয়সী সেবাস্তিয়ানের ঊরুতেও অস্ত্রোপচার করতে হয়েছে। সেখানে দেখা দিয়েছিল মারাত্মক একটি ফোড়া। সেটির কারণে তাঁর ঊরুর একটা অংশে পচন ধরেছিল। তখন সেবাস্তিয়ানের মনে হয়েছিল, তাঁর বোধ হয় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সেবাস্তিয়ান বলেন, ‘আমি দেশের বাইরে যাইনি। তাই ওই মশা জার্মানিতেই আমাকে কামড়েছে।

আরও পড়ুন: আক্রান্তের সংখ্যা ২৪৩, দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু

 

আরও পড়ুন: সাপে কামড়ালে চিকিৎসায় সহায়তা করবে এই অ্যাপ

এরপরই ধকল শুরু হল। আমি শয্যাশায়ী হলাম। বাথরুমেও যেতে পারতাম না। আমার জ্বর ছিল। কিছুই খেতে পারতাম না। আমার মনে হল, সব শেষ হয়ে যাচ্ছে।’ উল্লেখ্য, ‘এশিয়ান টাইগার মশা’ জঙ্গলের মশা নামেও পরিচিত। এই মশাগুলো দিনের বেলায় কামড়ায়। জিকা ভাইরাস, ওয়েস্ট নিল ভাইরাস, চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক সব রোগের জীবাণু বহন করতে পারে এই মশা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক মশার কামড়ে ৪ সপ্তাহ কোমায়!

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ জার্মানির নাগরিক সেবাস্তিয়ান রতৎস্কে। বাড়ি রোডারমার্ক শহরে। গত বছরের গ্রীষ্মে ‘এশিয়ান টাইগার মশা’ কামড়েছিল তাঁকে। এরপর সর্দি,জ্বরের উপসর্গ দেখা দেয়। তবে সেটা ছিল কেবল শুরু। এরপর একে একে দেখা দেয় বিভিন্ন সমস্যা। সেবাস্তিয়ানের পায়ের দু’টি আঙুল আংশিক কেটে ফেলতে  হয়েছে। করতে হয়েছে ৩০টি অস্ত্রোপচার। আর তিনি চার সপ্তাহ ছিলেন কোমায়!

 

আরও পড়ুন: মশার কামড়ের এই রোগে হয় না নিরাময়, প্রতিরোধে ঘরে ঘরে ওষুধ স্বাস্থ্য দফতরের

এখানেই শেষ নয়, মশার ওই কামড়ের পর রক্তে বিষক্রিয়া এবং লিভার, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগেছেন তিনি। ২৭ বছর বয়সী সেবাস্তিয়ানের ঊরুতেও অস্ত্রোপচার করতে হয়েছে। সেখানে দেখা দিয়েছিল মারাত্মক একটি ফোড়া। সেটির কারণে তাঁর ঊরুর একটা অংশে পচন ধরেছিল। তখন সেবাস্তিয়ানের মনে হয়েছিল, তাঁর বোধ হয় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সেবাস্তিয়ান বলেন, ‘আমি দেশের বাইরে যাইনি। তাই ওই মশা জার্মানিতেই আমাকে কামড়েছে।

আরও পড়ুন: আক্রান্তের সংখ্যা ২৪৩, দিল্লিতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গু

 

আরও পড়ুন: সাপে কামড়ালে চিকিৎসায় সহায়তা করবে এই অ্যাপ

এরপরই ধকল শুরু হল। আমি শয্যাশায়ী হলাম। বাথরুমেও যেতে পারতাম না। আমার জ্বর ছিল। কিছুই খেতে পারতাম না। আমার মনে হল, সব শেষ হয়ে যাচ্ছে।’ উল্লেখ্য, ‘এশিয়ান টাইগার মশা’ জঙ্গলের মশা নামেও পরিচিত। এই মশাগুলো দিনের বেলায় কামড়ায়। জিকা ভাইরাস, ওয়েস্ট নিল ভাইরাস, চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো মারাত্মক সব রোগের জীবাণু বহন করতে পারে এই মশা।