২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে মাঝ আকাশে যুদ্ধ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এক পাইলটের, অপর দুই বিমান চালককে আহত অবস্থায় উদ্ধার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্ক:  মাঝআকাশে দুটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এক পাইলটের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুই বিমান চালককে। ঘটনাস্থল থেকে মৃত পাইলটের দেহাংশ উদ্ধার হয়েছে। যুদ্ধ বিমান মিরাজ-২০০০ এর পাইলট ছিলেন তিনি। সুখোই-৩০ যুদ্ধ বিমানের দুই বিমান চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহড়াচলাকালীন দুর্ঘটনার মুখে পড়ে সুখোই-৩০, এবং মিরাজ-২০০০। ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে দুটি যুদ্ধ বিমান। পড়ার পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানদুটি। কি কারণে এই দুর্ঘটনা তার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত বিমান দুটির ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। ব্ল্যাক বক্স পেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মোরেনার পুলিশ সুপার পাইলটের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, যুদ্ধ বিমানের একজন চালকের মৃত্যু হয়েছে। তার দেহাংশ মিলেছে।
আইএএফ-এর বিবৃতি দিয়ে পুলিশ সুপার জানান, সুখোই-৩০ বিমানে ছিলেন দুই পাইলট। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। মিরাজ-২০০০-এর পাইলটের মৃত্যু হয়েছে। দেহাংশ উদ্ধার হয়েছে। বিমানের কিছু অংশ রাজস্থানের ভরতপুরে পড়েছে। মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। সকালে গোয়ালিয়র থেকে দু’টি যুদ্ধ বিমান জেট-মিরাজ এবং সুখোই-মহড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

মোরেনার অ্যাডিশনাল পুলিশ সুপার রাই সিং নরওয়ারিয়া বলেছেন, ‘বিমান নিয়ে তথ্য নিশ্চিত করতে এবং বিমানে কতজন ছিলেন, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আসছে (ভারতীয়) বায়ুসেনার দল। বিমানের কাছে একটি হাত পেয়েছে পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের তরফে জানানো হয়েছে, গোয়ালিয়র বায়ুঘাঁটি থেকে ওই দুটি বিমান উড়েছিল। মাঝ-আকাশে দুই বিমানের ধাক্কা লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করবে বায়ুসেনা।

আরও পড়ুন: পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে 

ওই দুর্ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে পুরো ঘটনাটি জানিয়েছেন বায়ুসেনা প্রধান।
ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে চার্টার বিমান ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বায়ুসেনার সূত্র জানিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি বায়ুসেনার বিমান। তবে তৃতীয় কোনও বিমান ভেঙে পড়েনি বলে জানিয়েছে মধ্যপ্রদেশের জেলা প্রশাসন।
মোরেনার জেলাশাসক অঙ্কিত আস্থানা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড় এলাকায় বিমানের কিছুটা ধ্বংসস্তূপ পড়েছে। কিছু অংশ পড়েছে রাজস্থানের ভরতপুরে।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে মাঝ আকাশে যুদ্ধ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এক পাইলটের, অপর দুই বিমান চালককে আহত অবস্থায় উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  মাঝআকাশে দুটি যুদ্ধ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এক পাইলটের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও দুই বিমান চালককে। ঘটনাস্থল থেকে মৃত পাইলটের দেহাংশ উদ্ধার হয়েছে। যুদ্ধ বিমান মিরাজ-২০০০ এর পাইলট ছিলেন তিনি। সুখোই-৩০ যুদ্ধ বিমানের দুই বিমান চালককে আহত অবস্থায় উদ্ধার করা হয়। শনিবার সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে মহড়াচলাকালীন দুর্ঘটনার মুখে পড়ে সুখোই-৩০, এবং মিরাজ-২০০০। ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে দুটি যুদ্ধ বিমান। পড়ার পরেই দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানদুটি। কি কারণে এই দুর্ঘটনা তার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত বিমান দুটির ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। ব্ল্যাক বক্স পেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে। ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মোরেনার পুলিশ সুপার পাইলটের মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, যুদ্ধ বিমানের একজন চালকের মৃত্যু হয়েছে। তার দেহাংশ মিলেছে।
আইএএফ-এর বিবৃতি দিয়ে পুলিশ সুপার জানান, সুখোই-৩০ বিমানে ছিলেন দুই পাইলট। তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। মিরাজ-২০০০-এর পাইলটের মৃত্যু হয়েছে। দেহাংশ উদ্ধার হয়েছে। বিমানের কিছু অংশ রাজস্থানের ভরতপুরে পড়েছে। মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড়ে ভেঙে পড়েছে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। সকালে গোয়ালিয়র থেকে দু’টি যুদ্ধ বিমান জেট-মিরাজ এবং সুখোই-মহড়ার উদ্দেশে যাত্রা শুরু করেছিল।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে ৫০ হাজার ভূতুড়ে কর্মীর খোঁজ, সরকারের মধ্যে তোলপাড়

মোরেনার অ্যাডিশনাল পুলিশ সুপার রাই সিং নরওয়ারিয়া বলেছেন, ‘বিমান নিয়ে তথ্য নিশ্চিত করতে এবং বিমানে কতজন ছিলেন, তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আসছে (ভারতীয়) বায়ুসেনার দল। বিমানের কাছে একটি হাত পেয়েছে পুলিশ। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রের তরফে জানানো হয়েছে, গোয়ালিয়র বায়ুঘাঁটি থেকে ওই দুটি বিমান উড়েছিল। মাঝ-আকাশে দুই বিমানের ধাক্কা লেগেছে কিনা, তা খতিয়ে দেখতে ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করবে বায়ুসেনা।

আরও পড়ুন: পুরোহিতকে মারধরের অভিযোগ BJP বিধায়কের ছেলে ও সঙ্গীদের বিরুদ্ধে 

ওই দুর্ঘটনা নিয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁকে পুরো ঘটনাটি জানিয়েছেন বায়ুসেনা প্রধান।
ভরতপুরের জেলাশাসক অলোক রঞ্জন প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে চার্টার বিমান ভেঙে পড়েছে। যদিও ভারতীয় বায়ুসেনার সূত্র জানিয়েছে, যে বিমানটি ভেঙে পড়েছে, সেটি বায়ুসেনার বিমান। তবে তৃতীয় কোনও বিমান ভেঙে পড়েনি বলে জানিয়েছে মধ্যপ্রদেশের জেলা প্রশাসন।
মোরেনার জেলাশাসক অঙ্কিত আস্থানা জানিয়েছেন, মধ্যপ্রদেশের মোরেনার পাহাড়গড় এলাকায় বিমানের কিছুটা ধ্বংসস্তূপ পড়েছে। কিছু অংশ পড়েছে রাজস্থানের ভরতপুরে।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান