২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে তৈরি হবে রোপওয়ে, ৮ ঘন্টার পথ পার মাত্র ২৫ মিনিটেই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
  • / 25

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক : প্রতিশ্রুতি মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপের প্রকল্প রূপায়ণ পেতে চলেছে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে তৈরি হবে রোপওয়ে। ফলে দীর্ঘ ৮ ঘন্টার পথ পার হতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। প্রধানমন্ত্রীর এই স্বপ্ন পূরণে সবুজ সংকেত দিয়েছে ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’।

এছাড়াও ভ্রমণপ্রিয় মানুষের জন্য আরও একটি অ্যাডভেঞ্চার থাকছে। একটি ট্রেক রুট তৈরি হচ্ছে রাম্বাদা থেকে গরুরচট্টির মধ্যে।  সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যবর্তী দূরত্ব প্রায় ১৮ কিমি। পায়ে হেঁটে ওই দুর্গম পথ পার হতে সময় লাগে ৮ ঘণ্টা। অন্য কোনও উপায় নেই। কেননা, ওই রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত।

আরও পড়ুন: অত্যাধুনিক বার্ণ ইউনিট গড়ল এমআর বাঙুর হাসপাতাল

ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার আগেই রোপওয়ের প্রস্তাব দিয়েছিল রাজ্যের ‘ওয়াইল্ড লাইফ বোর্ড’কে। জুনে সম্মতি মেলে। এর পর এই প্রস্তাবটি যায় ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’-এর কাছে। রোপ ওয়ে আর ট্রেক রুট-দুটি প্রস্তাবেরই সম্মতি দেয় কেন্দ্রীয় বোর্ড। ফলে শীঘ্রই ওই রোপওয়ে নির্মিত হবে বলে জানা গেছে।
রোপওয়ে নির্মাণে আনুমানিক ব্যয় হবে ১ হাজার ২৬৮ কোটি টাকা। এর জন্য ২৬.৪৩ হেক্টর অরণ্যভূমি প্রয়োজন বলে জানা গিয়েছে। মোট ২২টি টাওয়ার নির্মিত হবে। থাকবে চারটি স্টেশন- গৌরীকুণ্ড, চীরবাসা, লিঞ্চলি ও কেদারনাথ।

আরও পড়ুন: ২০২৫-এর মধ্যেই যক্ষ্মা নির্মূলে অঙ্গীকারবদ্ধ ভারত : মোদি

এর পাশাপাশি বোর্ড রাম্বাদা থেকে গরুরচটির মধ্যে ট্রেক রুট তৈরির প্রস্তাবেও সায় দিয়েছে। গোবিন্দঘাট-হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয় বোর্ডকে।
সরকারি সূত্রের দাবি, পরিবেশ মন্ত্রকের তরফে এই প্রকল্প রূপায়ণে সবুজ সংকেত মেলায় খুব শীঘ্রই এই কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন: ফুরফুরায় তৈরি হচ্ছে উন্নয়ন পর্ষদের নয়া অফিস, চলতি মাসেই উদ্বোধন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে তৈরি হবে রোপওয়ে, ৮ ঘন্টার পথ পার মাত্র ২৫ মিনিটেই

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : প্রতিশ্রুতি মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপের প্রকল্প রূপায়ণ পেতে চলেছে। সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যে তৈরি হবে রোপওয়ে। ফলে দীর্ঘ ৮ ঘন্টার পথ পার হতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। প্রধানমন্ত্রীর এই স্বপ্ন পূরণে সবুজ সংকেত দিয়েছে ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’।

এছাড়াও ভ্রমণপ্রিয় মানুষের জন্য আরও একটি অ্যাডভেঞ্চার থাকছে। একটি ট্রেক রুট তৈরি হচ্ছে রাম্বাদা থেকে গরুরচট্টির মধ্যে।  সোনপ্রয়াগ থেকে কেদারনাথের মধ্যবর্তী দূরত্ব প্রায় ১৮ কিমি। পায়ে হেঁটে ওই দুর্গম পথ পার হতে সময় লাগে ৮ ঘণ্টা। অন্য কোনও উপায় নেই। কেননা, ওই রাস্তা গাড়ি চলাচলের অনুপযুক্ত।

আরও পড়ুন: অত্যাধুনিক বার্ণ ইউনিট গড়ল এমআর বাঙুর হাসপাতাল

ভ্রমণপিপাসুদের কথা মাথায় রেখে উত্তরাখণ্ড সরকার আগেই রোপওয়ের প্রস্তাব দিয়েছিল রাজ্যের ‘ওয়াইল্ড লাইফ বোর্ড’কে। জুনে সম্মতি মেলে। এর পর এই প্রস্তাবটি যায় ‘ন্যাশনাল ওয়াইল্ড লাইফ বোর্ড’-এর কাছে। রোপ ওয়ে আর ট্রেক রুট-দুটি প্রস্তাবেরই সম্মতি দেয় কেন্দ্রীয় বোর্ড। ফলে শীঘ্রই ওই রোপওয়ে নির্মিত হবে বলে জানা গেছে।
রোপওয়ে নির্মাণে আনুমানিক ব্যয় হবে ১ হাজার ২৬৮ কোটি টাকা। এর জন্য ২৬.৪৩ হেক্টর অরণ্যভূমি প্রয়োজন বলে জানা গিয়েছে। মোট ২২টি টাওয়ার নির্মিত হবে। থাকবে চারটি স্টেশন- গৌরীকুণ্ড, চীরবাসা, লিঞ্চলি ও কেদারনাথ।

আরও পড়ুন: ২০২৫-এর মধ্যেই যক্ষ্মা নির্মূলে অঙ্গীকারবদ্ধ ভারত : মোদি

এর পাশাপাশি বোর্ড রাম্বাদা থেকে গরুরচটির মধ্যে ট্রেক রুট তৈরির প্রস্তাবেও সায় দিয়েছে। গোবিন্দঘাট-হেমকুণ্ড সাহিব রোপওয়ে প্রকল্পের প্রস্তাবও দেওয়া হয় বোর্ডকে।
সরকারি সূত্রের দাবি, পরিবেশ মন্ত্রকের তরফে এই প্রকল্প রূপায়ণে সবুজ সংকেত মেলায় খুব শীঘ্রই এই কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন: ফুরফুরায় তৈরি হচ্ছে উন্নয়ন পর্ষদের নয়া অফিস, চলতি মাসেই উদ্বোধন