পুবের কলম, ওয়েবডেস্ক: যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার বালিকা। তেরো বছর বয়সী এক দলিত মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি উত্তরপ্রদেশের ফুরসাতগঞ্জ এলাকার। বুধবার পুলিশ জানিয়েছে, বালিকাকে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩০ ডিসেম্বর একটি মাঠে গিয়েছিল ওই বালিকা। ওই মাঠে এক যুবক তাকে মুখ বেধে টেনে নিয়ে যায়। একটি নলকূপের কাছে নিয়ে যাওয়ার পর বালিকাকে ধর্ষণ করে ওই যুবক। ঘটনার কথা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ি ফিরে গোটা ঘটনার কথা পরিবারকে জানায় ওই বালিকা।
ফুরসাতগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার নন্দ হসলা যাদব জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।


















