২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিন্ন বর্ণের মেয়ের সঙ্গে প্রেম করায় প্রাণ হারালো এক যুবক

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
  • / 20

পুবের কলম ওয়েবডেস্ক :  মেয়ের সঙ্গে প্রেম। ১৭ বছরের যুবককে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রাতলাম জেলার মেসাভা গ্রামে ঘটনাটি ঘটেছে। ভিন্ন বর্ণের যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা। বহুবার সতর্ক করার পরেও লুকিয়ে সম্পর্ক চালিয়ে যায় উভয়েই।

শুক্রবার রাত ১১ টার দিকে মেয়েটির সঙ্গে একটি মন্দির প্রাঙ্গণে দেখা করতে আসে যুবকটি। আর তখনই তদেরকে দেখে ফেলে মেয়েটির বাড়ির সদস্যরা। আর তারপরে যুবকটির ওপরে নির্মমভাবে অত্যাচার করা হয় ও নৃশংসভাবে হত্যা করা হয়। রতলম জেলার পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন  যে, এই  ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনি পুলিশদের রামচরিতমানস পড়ার নিদান, প্রতিবাদ ভোপালে

সুত্রের খবর ছেলেটি ও মেয়েটি প্রাক্তন সহপাঠী ছিল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল ও একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই ঘটনায় যুবকটির ভাই জানিয়েছে যে, তারা শনিবার সকালে ঘটনাটি জানতে পারে। তিনি আরও বলেন আমরা পাশের গ্রামের বাসিন্দা, আমরা খবর পেয়ে যখন মন্দিরের কাছে পৌছাই তখন আমার ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে আমি জানতে পারি যে, প্রথমে আমার ভাইকে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। জোর করে তার মাথা মুণ্ডন করা হয় ও তারপর তাকে রীতিমত পিটিয়ে হত্যা করা করে মেয়েটির বাড়ির লোক।

আরও পড়ুন: প্রণয়ের সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণ মামলা নয়: কেরল হাইকোর্ট

 

আরও পড়ুন: horror in mp hospital: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, হাসপাতালের ট্রমা কেয়ারে তরুণীকে কুপিয়ে খুন যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিন্ন বর্ণের মেয়ের সঙ্গে প্রেম করায় প্রাণ হারালো এক যুবক

আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  মেয়ের সঙ্গে প্রেম। ১৭ বছরের যুবককে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের রাতলাম জেলার মেসাভা গ্রামে ঘটনাটি ঘটেছে। ভিন্ন বর্ণের যুবকের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা। বহুবার সতর্ক করার পরেও লুকিয়ে সম্পর্ক চালিয়ে যায় উভয়েই।

শুক্রবার রাত ১১ টার দিকে মেয়েটির সঙ্গে একটি মন্দির প্রাঙ্গণে দেখা করতে আসে যুবকটি। আর তখনই তদেরকে দেখে ফেলে মেয়েটির বাড়ির সদস্যরা। আর তারপরে যুবকটির ওপরে নির্মমভাবে অত্যাচার করা হয় ও নৃশংসভাবে হত্যা করা হয়। রতলম জেলার পুলিশ সুপার অমিত কুমার জানিয়েছেন  যে, এই  ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত চলছে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ট্রেনি পুলিশদের রামচরিতমানস পড়ার নিদান, প্রতিবাদ ভোপালে

সুত্রের খবর ছেলেটি ও মেয়েটি প্রাক্তন সহপাঠী ছিল। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল ও একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এই ঘটনায় যুবকটির ভাই জানিয়েছে যে, তারা শনিবার সকালে ঘটনাটি জানতে পারে। তিনি আরও বলেন আমরা পাশের গ্রামের বাসিন্দা, আমরা খবর পেয়ে যখন মন্দিরের কাছে পৌছাই তখন আমার ভাইকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে আমি জানতে পারি যে, প্রথমে আমার ভাইকে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। জোর করে তার মাথা মুণ্ডন করা হয় ও তারপর তাকে রীতিমত পিটিয়ে হত্যা করা করে মেয়েটির বাড়ির লোক।

আরও পড়ুন: প্রণয়ের সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণ মামলা নয়: কেরল হাইকোর্ট

 

আরও পড়ুন: horror in mp hospital: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, হাসপাতালের ট্রমা কেয়ারে তরুণীকে কুপিয়ে খুন যুবকের