পাকিস্তান থেকে পায়ে হেঁটে মক্কায় গেলেন যুবক
ইমামা খাতুন
- আপডেট :
১ জুলাই ২০২৩, শনিবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে সউদি আরবের মক্কায় পৌঁছেছেন পাকিস্তানি তরুণ উসমান আরশাদ। ৬ মাস ১৩ দিনের এই দীর্ঘ পথযাত্রায় ইরান, বাহরাইন ও আমিরশাহী হয়ে মক্কায় পৌঁছেছেন ২৫ বছর বয়সি যুবক উসমান। উসমান আরশাদ পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওকারা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী। উসমান বলেন, ‘সব মুসলমানের ইচ্ছা থাকে আল্লাহর ঘর মক্কায় আসা। নিজের জীবনে একবার হলেও নবী সা.-র মসজিদ পরিদর্শন করার। আমারও এই ইচ্ছা ছিল। তবে আমি এই দু’ জায়গায় পায়ে হেঁটে পৌঁছতে চেয়েছি।
‘হজ আদায়ের স্বপ্ন নিয়ে ২০২২ সালের অক্টোবরে দুর্গম অঞ্চল পঞ্জাবের ওকারা থেকে এই সফর শুরু করেন উসমান। যাত্রা শুরুর পর থেক প্রতিদিন তিনি ৩৫ থেকে ৬০ কিলোমিটার পথ অতিক্রম করেন। ছয় মাস ১৩ দিন পর ২০২৩ সালের ১৩ এপ্রিল সউদি আরবে পৌঁছন তিনি। পাকিস্তানি যুবক বলেন, যাত্রাপথে এমনও অনেক রাস্তা ছিল যেখানে কোনও শহর বা গ্রাম ছিল না। কিন্তু আমার দৃঢ় সংকল্পই আমাকে পথ চলতে সাহায্য করেছিল।
উসমান শুধু একটি ব্যাগ, ছাতা ও ট্রেকিং জুতা নিয়ে মক্কার উদ্দেশে যাত্রা শুরু করেন। এ সময় তার পায়ে ফোসকা পড়ে গেলেও যাত্রা থামিয়ে দেননি। বলেন, ‘আমি সবসময় হাঁটা পছন্দ করি। আমি এর আগে পাকিস্তানে ১ হাজার ২৭০ কিলোমিটার পায়ে হেঁটে শেষ করেছি। যেটি আমাকে এ যাত্রা সম্পূর্ণ করতে আত্মবিশ্বাস দিয়েছে। যাত্রা পথে কিছু বাধা ছিল। যেমন খারাপ আবহাওয়া, হাঁটার কারণে পায়ে ফোসকা।’ এই সফরে পাকিস্তানি এই যুবক অন্তত ৮ লক্ষ ৫০ হাজার পাকিস্তানি রুপি খরচ করেছেন। উসমান যখন সফর শুরু করেন তখনও হজের ভিসা সংক্রান্ত কার্যক্রম শুরু হয়নি। তবে যাত্রা শুরুর সময় তার কাছে উমরাহর ভিসা ছিল। পরবর্তীতে মক্কায় পৌঁছে পাকিস্তান হজ মিশন ও সউদি কর্তৃপক্ষের সহায়তায় হজ ভিসা পান তিনি।