০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
১১ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৮০ বছরের কারাদণ্ড যুবকের

ইমামা খাতুন
- আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 145
পুবের কলম ওয়েব ডেস্কঃ ১১ বছরের নাবালিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে ৮০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরাম এলাকায়।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই যুবকের নাম নউফল। তিনি কেরলের থানিপ্পারা জেলার কাঠকাঞ্চেরি এলাকার বাসিন্দা। ধৃত যুবকের সাজা ঘোষণা করেছে মঞ্জেরির পকসো আদালত। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেয় আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৪৯, ৩৬৬, ৩৭৬ (এবি), ৩৭৬ (২) (এন) ও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছিল। কারাদণ্ডের পাশাপাশি তিন লক্ষ টাকা জরিমানা দিতেও নির্দেশ দেয় সংশ্লিষ্ট আদালত।