২৯ অক্টোবর ২০২৫, বুধবার, ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান
কিবরিয়া আনসারি
- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 174
পুবের কলম ওয়েবডেস্ক: নাগরিকত্ব প্রমাণে আধার কার্ড কখনই প্রাথমিক পরিচয়পত্র নয় বলে সাফ জানিয়ে দিলেন ইউআইডিএআই প্রধান ভূবনেশ কুমার। তিনি বলেন, কিউআর কোডের মাধ্যমে সুরক্ষিত আধার কার্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে জাল আধার কার্ডের ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ সামনে এসেছে। এবিষয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) প্রধান বলেছেন, ফোটোশপ ব্যবহার করে আধার কার্ড নকল করা হয়েছে, এমন ঘটনা সামনে এসেছে। জাল ‘আধার কার্ড’ রুখতে ব্যবস্থা নিচ্ছে ইউআইডিএআই কর্তৃপক্ষ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভূবনেশ বলেন, কিছুদিনের মধ্যেই আধার অ্যাপ তৈরি হয়ে যাবে। ইতিমধ্যে ‘ডেমো রান’ সফল হয়েছে। এই অ্যাপটি আধার নম্বরধারীর সম্মতিতে ডিজিটালভাবে পরিচয়পত্র সংরক্ষণ করবে। এর ফলে সব ক্ষেত্রে আধার কার্ডের ‘হার্ড কপি’র প্রয়োজন হবে না।
ওয়াকিবহাল মহলের প্রশ্ন, আধার কার্ড যদি পরিচয়পত্র না হয়, তাহলে কোনো সমস্ত ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সরকারি সমস্ত পরিষেবার ক্ষেত্রে আধারকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তাহলে কি সাধারণ মানুষকে হেনস্তা করছে কেন্দ্রের বিজেপি সরকার।
Tag :
Aadhaar Aadhaar card amid bihar row bhuvnesh kumar never first identity says uidai chief UIDAI















































