০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আধারে আড়ি পাতছে প্রতারকরা, তথ্য না দিতে সতর্কবার্তা ইউআইডিএআই-এর

পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি প্রকল্প থেকে অন্যান্য সবক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড। এই নথিতেই নজর প্রতারকদের। এদিকে বারংবারই আধার নথি নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউআইডিএআই। এর আগেও কর্তৃপক্ষ অপরিচিত ব্যক্তিকে আধার কার্ড সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এবার প্রতারকদের নয়া ছক নিয়েও একই বার্তা দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।

 

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য হবে আধার! কি বলছে নির্বাচন কমিশন

প্রতারণার নয়া ফাঁদ নিয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ বলেছেন, আধার আপডেট করার জন্য অনেকের কাছেই মেসেজ আসছে। সেগুলিতে হোয়াটসঅ্যাপ বা ইমেলে আধার সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হচ্ছে। এধরনের মেসেজ সম্পর্কিত বিষয়ে সতর্ক করেছে ইউআইডিএআই। কাউকে ইমেল বা হোয়াটসঅ্যাপে আধার তথ্য না দেবার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করতে বলেছে ইউআইডিএআই।

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

 

আরও পড়ুন: আধার কার্ড বন্ধ নিয়ে বিভ্রান্তি! পুনরায় কার্ড চালু হওয়ার মেসেজ পেয়ে স্বস্তি

কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইউআইডিএআই কখনও কারও কাছ থেকে এভাবে এই সব নথি চায় না। কাজেই এধরনের মেসেজ পেলে ভুলেও ফাঁদে পা দেবেন না। আধার আপডেট করতে হলে অনলাইনে ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে করতে হবে। অথবা নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আধারে আড়ি পাতছে প্রতারকরা, তথ্য না দিতে সতর্কবার্তা ইউআইডিএআই-এর

আপডেট : ২০ অগাস্ট ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি প্রকল্প থেকে অন্যান্য সবক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড। এই নথিতেই নজর প্রতারকদের। এদিকে বারংবারই আধার নথি নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউআইডিএআই। এর আগেও কর্তৃপক্ষ অপরিচিত ব্যক্তিকে আধার কার্ড সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এবার প্রতারকদের নয়া ছক নিয়েও একই বার্তা দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)।

 

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ হিসাবে কি গণ্য হবে আধার! কি বলছে নির্বাচন কমিশন

প্রতারণার নয়া ফাঁদ নিয়ে ইউআইডিএআই কর্তৃপক্ষ বলেছেন, আধার আপডেট করার জন্য অনেকের কাছেই মেসেজ আসছে। সেগুলিতে হোয়াটসঅ্যাপ বা ইমেলে আধার সংক্রান্ত তথ্য পাঠাতে বলা হচ্ছে। এধরনের মেসেজ সম্পর্কিত বিষয়ে সতর্ক করেছে ইউআইডিএআই। কাউকে ইমেল বা হোয়াটসঅ্যাপে আধার তথ্য না দেবার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। সম্প্রতি ১০ বছরের বেশি পুরনো আধার কার্ড আপডেট করতে বলেছে ইউআইডিএআই।

আরও পড়ুন: নাগরিকত্বের প্রমাণ নয় আধার কার্ড: সাফ জানালেন ইউআইডিএআই প্রধান

 

আরও পড়ুন: আধার কার্ড বন্ধ নিয়ে বিভ্রান্তি! পুনরায় কার্ড চালু হওয়ার মেসেজ পেয়ে স্বস্তি

কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, ইউআইডিএআই কখনও কারও কাছ থেকে এভাবে এই সব নথি চায় না। কাজেই এধরনের মেসেজ পেলে ভুলেও ফাঁদে পা দেবেন না। আধার আপডেট করতে হলে অনলাইনে ‘মাইআধার’ পোর্টালের মাধ্যমে করতে হবে। অথবা নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে।