পুবের কলম, শ্রীনগর: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিপুল বিজয়ের জন্য মামদানিকে অভিনন্দন জানালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লাহ। ক্রমবর্ধমান বিভাজনের মধ্যে মামদানির বিজয়কে ‘আশার আলো’ হিসেবে প্রশংসা করেছেন তিনি। বৈচিত্র্যময় পরিবেশে ঐক্য গড়ে তোলার জন্য তাঁর অটল প্রতিশ্রুতিকে কুর্নিশ জানিয়েছেন আবদুল্লাহ। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “জোহরান মামদানির চমকপ্রদ জয় কেবল একটি ব্যক্তিগত মাইলফলক নয়, বরং সম্মিলিত অগ্রগতির একটি স্পষ্ট আহ্বান।” এনসি সভাপতির কথায়, “তাঁর নির্বাচনে জয় একতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরেছে। তাঁর জয় স্মরণ করিয়ে দিয়েছে, আমরা ঘৃণাকে প্রত্যাখ্যান করে মানবতাকে আলিঙ্গন করি। আমাদের এমন সেতু নির্মাণ করতে হবে যা টেকসই হয়।”
উল্লেখ্য, নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুর্টিস স্লিওয়া এবং আরও এক ডেমোক্র্যাট প্রার্থী তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন মামদানি। অ্যান্ড্রু পেয়েছেন প্রায় ৪১ শতাংশের কাছাকাছি ভোট। জানা গিয়েছে, আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসাবে শপথ নেবেন মামদানি। তিনিই হবেন নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। পাশাপাশি, নিউ ইয়র্কের গত ১০০ বছরের ইতিহাসে ৩৪ বছর বয়সি মামদানিই হবেন কনিষ্ঠতম মেয়র।






























