১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

মারুফা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 175

পুবের কলম ওয়েবডেস্ক : আজ ২৮শে আগস্ট, বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে চলছে কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার ছাত্রসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখেন। মঞ্চে দাঁড়িয়ে তিনিই প্রথম, জয়েন্টের ফল প্রকাশে দেরি ও তাঁর সাথে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি নিয়ে যে বিলম্ব তা তুলে ধরেন।

আরও পড়ুন: মা দুর্গার আশীর্বাদেই বিপর্যয় কাটিয়ে উঠব, উত্তরবঙ্গ নিয়ে বার্তা অভিষেকের

দুর্ভাগ্যজনকভাবে, বাংলার সরকারকে আক্রমণ করতে গিয়ে কলকাতা হাই কোর্ট এই রায় দিয়েছিল। যা পড়ুয়াদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে  দিচ্ছিল। তিনি আরও জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থগিতাদেশ মেলে। এরপর মাত্র এক ঘণ্টার মধ্যেই সরকারি প্রক্রিয়া আবার শুরু হয়ে যায়। এই ভর্তিপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে  তৃণমূলের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছিল।

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

কাউন্সিলর থেকে রাজ্যের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও দলের কাছে জানতে চাইছিলেন, কবে ফল ঘোষণা হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই পুরো পরিস্থিতিতে শাসকদল আসলে নতুন ভোটারদের প্রতি দ্বিমুখী বার্তা পৌঁছে দিতে চেয়েছে। একদিকে যেমন মামলাকারী ও বিচারব্যবস্থার একটি অংশকে দেরির জন্য দায়ী করা হয়েছে, অন্যদিকে তেমন সরকার দ্রুত পদক্ষেপ  নিয়ে ফল প্রকাশের মাধ্যমে নিজেদের দায়বদ্ধতা প্রদর্শন করেছে।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : আজ ২৮শে আগস্ট, বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে চলছে কর্মসূচি। এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বৃহস্পতিবার ছাত্রসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখেন। মঞ্চে দাঁড়িয়ে তিনিই প্রথম, জয়েন্টের ফল প্রকাশে দেরি ও তাঁর সাথে ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি নিয়ে যে বিলম্ব তা তুলে ধরেন।

আরও পড়ুন: মা দুর্গার আশীর্বাদেই বিপর্যয় কাটিয়ে উঠব, উত্তরবঙ্গ নিয়ে বার্তা অভিষেকের

দুর্ভাগ্যজনকভাবে, বাংলার সরকারকে আক্রমণ করতে গিয়ে কলকাতা হাই কোর্ট এই রায় দিয়েছিল। যা পড়ুয়াদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে  দিচ্ছিল। তিনি আরও জানান, বিষয়টি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং সেখানে স্থগিতাদেশ মেলে। এরপর মাত্র এক ঘণ্টার মধ্যেই সরকারি প্রক্রিয়া আবার শুরু হয়ে যায়। এই ভর্তিপ্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে  তৃণমূলের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছিল।

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

কাউন্সিলর থেকে রাজ্যের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও দলের কাছে জানতে চাইছিলেন, কবে ফল ঘোষণা হবে। রাজনৈতিক মহল মনে করছে, এই পুরো পরিস্থিতিতে শাসকদল আসলে নতুন ভোটারদের প্রতি দ্বিমুখী বার্তা পৌঁছে দিতে চেয়েছে। একদিকে যেমন মামলাকারী ও বিচারব্যবস্থার একটি অংশকে দেরির জন্য দায়ী করা হয়েছে, অন্যদিকে তেমন সরকার দ্রুত পদক্ষেপ  নিয়ে ফল প্রকাশের মাধ্যমে নিজেদের দায়বদ্ধতা প্রদর্শন করেছে।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee