০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দলের সাংগঠনিক দায়িত্ব ছাড়তে পারেন অভিমানী অভিষেক? জল্পনা চরমে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 78

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  তৃণমূলের সমস্ত  সাংগঠনিক দায়িত্ব  থেকে অব্যাহত নিতে  পারেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ  হয়েই তিনি  কাজ করে  যেতে চান।একের পর এক ঘটনা পরম্পরায়  তৃণমূল সূত্রে  খবর  তীব্র  অভিমানেই  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  পদ ছাড়তে  চান তিনি।  তবে ঘনিষ্ঠ  মহলে তিনি  জানিয়েছেন  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর  পূর্ণ  আস্থা আছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে আগামী  সোমবার  গোয়ায় বিধানসভা নির্বাচন।  তার আগে অভিষেক কোন  সিদ্ধান্ত  নেবেন না বলেই মনে করা হচ্ছে। গতকাল  বৃহস্পতিবাররও গোয়ায় দুটি  নির্বাচনী জনসভা থেকে  বিজেপি এবং  কংগ্রেস কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ  করেছেন অভিষেক।  আজ শুক্রবার  তাঁর  কলকাতায় ফেরার কথা।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

তবে তৃণমূল সূত্রে  খবর  মমতা -অভিষেক  মুখোমুখি  কথা হলেই গলবে বরফ।তবে অভিষেক  ঘনিষ্ঠ  নেতাদের  দাবি  দলের সর্বোচ্চ  নেত্রী  অবশ্যই  মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশাপাশি  অভিষেকও চেষ্টা  করছেন  দলকে একটা শৃঙ্খলা দিতে।পরবর্তী  নেতৃত্বকে গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু  করতে হবে।   আপাতত গোয়া বিধানসভার নির্বাচনের পর কি অবস্থান  নেন অভিষেক  এখন সেই  দিকেই তাকিয়ে  সকলে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলের সাংগঠনিক দায়িত্ব ছাড়তে পারেন অভিমানী অভিষেক? জল্পনা চরমে

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ  তৃণমূলের সমস্ত  সাংগঠনিক দায়িত্ব  থেকে অব্যাহত নিতে  পারেন  অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদ  হয়েই তিনি  কাজ করে  যেতে চান।একের পর এক ঘটনা পরম্পরায়  তৃণমূল সূত্রে  খবর  তীব্র  অভিমানেই  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  পদ ছাড়তে  চান তিনি।  তবে ঘনিষ্ঠ  মহলে তিনি  জানিয়েছেন  দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর  পূর্ণ  আস্থা আছে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

তবে আগামী  সোমবার  গোয়ায় বিধানসভা নির্বাচন।  তার আগে অভিষেক কোন  সিদ্ধান্ত  নেবেন না বলেই মনে করা হচ্ছে। গতকাল  বৃহস্পতিবাররও গোয়ায় দুটি  নির্বাচনী জনসভা থেকে  বিজেপি এবং  কংগ্রেস কে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আক্রমণ  করেছেন অভিষেক।  আজ শুক্রবার  তাঁর  কলকাতায় ফেরার কথা।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

তবে তৃণমূল সূত্রে  খবর  মমতা -অভিষেক  মুখোমুখি  কথা হলেই গলবে বরফ।তবে অভিষেক  ঘনিষ্ঠ  নেতাদের  দাবি  দলের সর্বোচ্চ  নেত্রী  অবশ্যই  মমতা বন্দ্যোপাধ্যায়।  পাশাপাশি  অভিষেকও চেষ্টা  করছেন  দলকে একটা শৃঙ্খলা দিতে।পরবর্তী  নেতৃত্বকে গড়ে তোলার কাজ এখন থেকেই শুরু  করতে হবে।   আপাতত গোয়া বিধানসভার নির্বাচনের পর কি অবস্থান  নেন অভিষেক  এখন সেই  দিকেই তাকিয়ে  সকলে।