উপকৃত হবেন দুস্থ রোগীরা, উদ্যোক্তা বিধায়ক ডা. সপ্তর্ষি ও কর্মাধ্যক্ষ সাহানূর মণ্ডল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ মডেল এবার বসিরহাটে

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 30
ইনামুল হক, বসিরহাট : চলতি বছরে তৃণমূল কংগ্রেসের সাংসদ লোকসভার দলনেতা তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় ‘সেবাশ্রয়’ নামে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির মাধ্যমে গরীব মানুষের জন্য বিনামূল্য স্বাস্থ্যপরিষেবার ব্যবস্থা করেন। বহু দুস্হ মানুষ এতে উপকৃত হয়।
সম্পূর্ণ নতুন ও অভিনব এই উদ্যোগকে অনুসরণ করে এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট ১ ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডলের তত্ত্বাবধানে ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডলের নেতৃত্বে এবং বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক ডা. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় চালু হল ‘সেবালয়’।
এখানে গরীব দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা , অপারেশনসহ বিভিন্ন নামকরা ডাক্তারদের মাধ্যমে সব রকমের চিকিৎসা করা হবে। সেইসঙ্গে বিনা পয়সায় ঔষধ দেওয়া হবে। পাশাপাশি যদি কারোর বড় রকম সমস্যা থাকে বা অপারেশনের দরকার হয় তাহলে বিনা পয়সায় পরিষেবা পাবে এই সেবলায় থেকে। এমনটাই জানালেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক ড. সপ্তর্ষি বন্দোপাধ্যায়।
বসিরহাটে এই সর্বপ্রথম এই সেবালয় চালু হল নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সাকচুড়া বাজার এলাকায়। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূলের একাধিক নেতৃবৃন্দ সহ বহু মানুষ এখানে ভিড় জমায়। এই সেবালয়ের চিকিৎসা পেয়ে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। জানা গেছে, শুধু এখানে নয় প্রতিমাসে বসিরহাট এক নম্বর ব্লকের প্রতিটি পঞ্চায়েতে এই সেবলায় কর্মসূচি চালু থাকবে।
জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল বলেন, বসিরহাটে প্রথম এই সেবলায় হচ্ছে। বহু মানুষকে পয়সার অভাবে চিকিৎসা করাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় সঠিক চিকিৎসা করাতে পারেন না, তার জন্য আমাদের এই পদক্ষেপ।এতে উপকৃত হবেন এলাকার বহু মানুষ। আমরা সকলের সহযোগিতা নিয়ে এই কর্মসূচি দীর্ঘদিন ধরে চালিয়ে যাব।