০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৮ আগস্ট দলীয় কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 184

পুবের কলম প্রতিবেদক: ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট এই ভার্চুয়াল বৈঠক বিকেল ৪টেয় ডাকা হয়েছে। মূলত কর্মীদের কাজকর্ম, জেলাভিত্তিক সংগঠন, সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য ও লোকসভার সমস্ত সাংসদ, বিধায়ক, প্রতিটি পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, প্রতিটি জেলার জেলাপরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রত্যেক পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য এবং সভাপতিরা। জানা গিয়েছে, পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সনদেরও এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

 

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব রাজ্য সভাপতি মাদার এবং সকল ফ্রন্টাল উপস্থিত থাকবেন। রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি, মাদার এবং সকল ফ্রন্টাল যেমন ওয়েবকুপা, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক ব্যতীত সকলেই উপস্থিত থাকবেন।

 

শুধু তাই নয়, জেলা চেয়ারম্যান মাদার, কলকাতা পুরসভার সব প্রতিনিধি এবং কলকাতা পুরসভার সব ওয়ার্ডে মাদার প্রেসিডেন্টকেও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, মাস কয়েক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে দলীয় কর্মীদের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন সেই সমস্ত কাজকর্মের অগ্রগতি কত দূর সেই সমস্ত বিষয় নিয়েও খোঁজখবর নিতে পারেন বলে মনে হচ্ছে। সব মিলিয়ে আগামী ৮ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৮ আগস্ট দলীয় কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক

আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ আগস্ট এই ভার্চুয়াল বৈঠক বিকেল ৪টেয় ডাকা হয়েছে। মূলত কর্মীদের কাজকর্ম, জেলাভিত্তিক সংগঠন, সমস্ত বিষয় নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য ও লোকসভার সমস্ত সাংসদ, বিধায়ক, প্রতিটি পুরসভার কাউন্সিলর, চেয়ারম্যান, প্রতিটি জেলার জেলাপরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রত্যেক পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য এবং সভাপতিরা। জানা গিয়েছে, পুরসভার মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সনদেরও এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মহকুমাশাসক ও বিধায়ক

 

আরও পড়ুন: সন্দেশখালিতে ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল

পাশাপাশি সাংগঠনিক নেতৃত্ব রাজ্য সভাপতি মাদার এবং সকল ফ্রন্টাল উপস্থিত থাকবেন। রাজ্য কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি, মাদার এবং সকল ফ্রন্টাল যেমন ওয়েবকুপা, প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক ব্যতীত সকলেই উপস্থিত থাকবেন।

 

শুধু তাই নয়, জেলা চেয়ারম্যান মাদার, কলকাতা পুরসভার সব প্রতিনিধি এবং কলকাতা পুরসভার সব ওয়ার্ডে মাদার প্রেসিডেন্টকেও উপস্থিত থাকার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, মাস কয়েক আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যজুড়ে দলীয় কর্মীদের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন সেই সমস্ত কাজকর্মের অগ্রগতি কত দূর সেই সমস্ত বিষয় নিয়েও খোঁজখবর নিতে পারেন বলে মনে হচ্ছে। সব মিলিয়ে আগামী ৮ আগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা ভার্চুয়াল বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।