পুবের কলম, ওয়েবডেস্ক: এসআইআর ঘিরে বাড়তে থাকা চাপ ও আশঙ্কার মাঝেই আসছে সোমবার তৃণমূলের বড়সড় বৈঠক। দলের সাংসদ, বিধায়কসহ সব স্তরের নেতৃত্বকে নিয়ে ভারচুয়াল বৈঠকে বসবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নজরে থাকবে মতুয়া অধ্যুষিত অঞ্চল ও উত্তরবঙ্গ। একই সঙ্গে সাংসদ-বিধায়কদের কাজকর্মও খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর। আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকা সংশোধনের কাজ—SIR। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে বিজেপি রাজনৈতিকভাবে লাভ নেওয়ার তৎপরতা চালাচ্ছে। দলের আশঙ্কা, পরিকল্পিত ভাবে বহু ভোটারের নাম বাদ পড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছিলেন—একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও বড় আন্দোলন শুরু হবে দিল্লিতে। সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের পক্ষ থেকে SIR সহায়তা ক্যাম্পও চালু রয়েছে।
এ অবস্থায় সোমবার, ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে তৃণমূলের মেগা বৈঠক। দলের সাংসদ, বিধায়ক ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাসহ ১০ হাজারেরও বেশি নেতা যোগ দেবেন সেই বৈঠকে। সেখানে এসআইআর প্রক্রিয়ায় নেতারা কতটা সক্রিয়, কোথায় ফাঁকফোকর রয়েছে—তা মূল্যায়ন করা হবে। পাশাপাশি কোন জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করা প্রয়োজন, তা নিয়েও আলোচনা হবে। মতুয়া অধ্যুষিত এলাকা ও উত্তরবঙ্গের পরিস্থিতি বিশদে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশও দেওয়া হতে পারে।




































