কেকেআরের কোচ হচ্ছেন অভিষেক নায়ার!
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 54
পুবের কলম প্রতিবেদক: গতবার আইপিএলে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪টি ম্যাচ খেলে তারা জয় পায় মাত্র পাঁচটি ম্যাচে। এ দিকে গতবারই কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সঙ্গে চুক্তি শেষ হয় শাহরুখ খানের টিমের।
তারপর থেকে নতুন কোচের সন্ধানে রয়েছে কেকেআর। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, অভিষেক নায়ারের হাতেই দলের দায়িত্ব তুলে দিতে চলেছে কেকেআর কতৃপক্ষ। ২০২৪ সালে কোচ গৌতম গম্ভীরের অধীনে চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। সেই দলের সহকারী কোচ ছিলেন অভিষেক নায়ার। পরে গম্ভীরের সঙ্গে ভারতের জাতীয় দলের সঙ্গে যুক্ত হন। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারতের খারাপ পারফরম্যান্সের জেরে চাকরি যায় নায়ারের।
কেকেআরের সবকিছুই নায়ারের নখদর্পনে। ক্রিকেটারদের সঙ্গে, বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালো। রিঙ্কু সিং, হর্ষিত রানার মত ক্রিকেটারদের তুলে আনার পিছনে নায়ারের অবদান রয়েছে।
সম্প্রতি রোহিত শর্মার ফিটনেস বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কেকেআরের এক কর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই নায়ারকে দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে তিনিই নাইটদের দায়িত্ব পেতে চলেছেন।




























