০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে ১২ বগির এসি লোকাল

ইমামা খাতুন
  • আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক: মুম্বইয়ের পর কলকাতায় এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রক। তারপরেই রেল দফতরের পক্ষ থেকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর তোড়জোর শুরু হয় এবং শিয়ালদহ কারশেডে এসে পৌঁছয় অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে ১২ বগির বাতানুকূল লোকাল ট্রেন।

 

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

শিয়ালদহ ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকেই সিদ্ধান্ত হয় যাত্রী পরিষেবার জন্য ১২ বগির নয়া এসি লোকালটিকে চালানো হবে শিয়ালদহ-রানাঘাট রুটে। পূর্ব রেল দফতর সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকেই এসি লোকাল যাত্রী পরিষেবা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস-এর মতো আধুনিক সুবিধাযুক্ত ১২ বগির নতুন বাতানুকূল ট্রেনটির জন্য তুলনামূলকভাবে অনেকটাই কম ভাড়া ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভারা রাখা হয়েছে ২৯ টাকা। তারপর ১১থেকে ১৫ কিলোমিটারের জন্য ৩৭ টাকা ভাড়া ধার্যের পাশাপাশি কমপক্ষে ৫৯০ টাকা থেকে মাসিক পাসের ব্যবস্থাও রয়েছে বলেও জানান শিয়ালদহ ডিভিশনের এক কর্তা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শীঘ্রই শিয়ালদহ-রানাঘাট রুটে ছুটবে ১২ বগির এসি লোকাল

আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: মুম্বইয়ের পর কলকাতায় এসি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল মন্ত্রক। তারপরেই রেল দফতরের পক্ষ থেকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল ট্রেন চালানোর তোড়জোর শুরু হয় এবং শিয়ালদহ কারশেডে এসে পৌঁছয় অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে ১২ বগির বাতানুকূল লোকাল ট্রেন।

 

আরও পড়ুন: আরও একটি এসি লোকাল পেতে চলেছে শিয়ালদহ 

শিয়ালদহ ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকেই সিদ্ধান্ত হয় যাত্রী পরিষেবার জন্য ১২ বগির নয়া এসি লোকালটিকে চালানো হবে শিয়ালদহ-রানাঘাট রুটে। পূর্ব রেল দফতর সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ আগস্ট থেকেই এসি লোকাল যাত্রী পরিষেবা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা এবং জিপিএস-এর মতো আধুনিক সুবিধাযুক্ত ১২ বগির নতুন বাতানুকূল ট্রেনটির জন্য তুলনামূলকভাবে অনেকটাই কম ভাড়া ধার্য করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রথম ১০ কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভারা রাখা হয়েছে ২৯ টাকা। তারপর ১১থেকে ১৫ কিলোমিটারের জন্য ৩৭ টাকা ভাড়া ধার্যের পাশাপাশি কমপক্ষে ৫৯০ টাকা থেকে মাসিক পাসের ব্যবস্থাও রয়েছে বলেও জানান শিয়ালদহ ডিভিশনের এক কর্তা।