উৎসবের মরসুমে সঙ্গী অতিবৃষ্টি, অগ্নিমূল্য বীরভূমের সবজি বাজার
- আপডেট : ২০ অক্টোবর ২০২১, বুধবার
- / 30
কৌশিক সালুই, বীরভূম: উৎসবের মরসুমে সঙ্গী দোসর অতিবৃষ্টি। আর এই দ্বিফলাতে নাভিশ্বাস বীরভূম জেলা সহ রাজ্যের সাধারণ মানুষের। নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি অগ্নিমূল্য শাকসবজিও। দিনের পর দিন বেড়েই চলেছে আনাজ এর দাম। শীতের মরশুম ঢুকলেই দাম কমবে আশাবাদী সকলেই।
অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ হয়ে গেলেও বীরভূম জেলাজুড়ে অতিবৃষ্টি অব্যাহত। আর এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শাকসবজির চাষ। ইতিমধ্যেই মাঠে জল জমে যাওয়ার ফলে নষ্ট হচ্ছে গাছ। এমনিতেই চলতি মাসে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো এবং দেওয়ালি। আর এই উৎসবের মরসুমে শাক সবজির চাহিদা থাকে তুঙ্গে। অন্যদিকে জোগান কম। ফলে দাম বেড়েই চলেছে।
বীরভূম জেলার সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি, ইলামবাজার, বোলপুর প্রভৃতি খুচরা বাজারে টমেটো ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা পৌঁছে গিয়েছে, বেগুন ৪০ টাকা থেকে বর্তমানে ৮০ টাকা কিলো। জ্যোতি আলু ১৫ টাকা দাম থাকলেও পেঁয়াজ ৫০ টাকা। ঝিঙে ৬০ টাকা কিলো। পটল ৫০ থেকে ৮০ টাকা কিলো হয়েছে। ফুলকপি ২৫ থেকে ৫০ টাকা পিস, বাঁধাকপি ৫০ টাকা কিলো হিসেবে বর্তমানে বিক্রি হচ্ছে। এমনিতেই প্রতিবছর এই উৎসবের সময় দাম বেশি থাকে তার ওপর এ বছর শুরু হয়েছে অতিবৃষ্টি। এই দুইয়ের ফলে শাকসবজি অগ্নিমূল্য। তবে এই উৎসবের মরসুমে পেরিয়ে শীতের মরশুম। আর ওই মরশুমে শাকসবজির দাম অনেকটা নেমে আসে।