০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের সিদ্ধান্তেই শিলমোহর কলকাতা হাইকোর্টের, ১৬ নভেম্বর খুলছে স্কুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 28

পুবের কলম, ওয়েবডেস্কঃ  স্কুল খুলছে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১৬ নভেম্বর। রাজ্যের সিন্ধান্তেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। করোনা আবহে রাজ্যে স্কুল খোলার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর জেরে ১৬ নভেম্বর রাজ্যের স্কুল খোলা নিয়ে আর কোনও আইনি জটিলতা থাকল না। মামলা খারিজের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়েছে, আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তাই মামলা খারিজ করা হয়েছে। ফলে ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

রাজ্যে স্কুল খোলা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী সুদীপ ঘোষচৌধুরীর বলেছিলেন, রাজ্যে এই মুহূর্তে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, ঠিক এই সময়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুল চালুর পরিকল্পনা করেছে রাজ্য। সুদীপ ঘোষচৌধুরী বলেন, এই পরিস্থিতিতে স্কুল খুললে এতে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হোক। সেই কমিটিই পুরো বিষয়টির তত্ত্বাবধান করবে।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

উল্লেখ্য, রাজ্য সরকার স্কুল খোলা নিয়ে ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা বহাল রাখল হাইকোর্ট। এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের যে মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল, তাও খারিজ করেছে আদালত। পাশাপাশি আদালত বলেছে, যিনি মামলা করেছেন তিনি সরাসরি রাজ্যের এই নির্দেশিকায় প্রভাবিত নন। তাহলে কেন এই মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতিরা।

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের সিদ্ধান্তেই শিলমোহর কলকাতা হাইকোর্টের, ১৬ নভেম্বর খুলছে স্কুল

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  স্কুল খুলছে আগামী মঙ্গলবার, অর্থাৎ ১৬ নভেম্বর। রাজ্যের সিন্ধান্তেই শিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। করোনা আবহে রাজ্যে স্কুল খোলার বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর জেরে ১৬ নভেম্বর রাজ্যের স্কুল খোলা নিয়ে আর কোনও আইনি জটিলতা থাকল না। মামলা খারিজের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়েছে, আবেদনের প্রেক্ষিতে কোনও নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। তাই মামলা খারিজ করা হয়েছে। ফলে ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় আর কোনও বাধা রইল না।

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

রাজ্যে স্কুল খোলা নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী সুদীপ ঘোষচৌধুরীর বলেছিলেন, রাজ্যে এই মুহূর্তে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে, ঠিক এই সময়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী স্কুল চালুর পরিকল্পনা করেছে রাজ্য। সুদীপ ঘোষচৌধুরী বলেন, এই পরিস্থিতিতে স্কুল খুললে এতে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে। সেই কারণেই তিনি আদালতের কাছে আর্জি জানিয়েছেন যে বিষয়টি নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হোক। সেই কমিটিই পুরো বিষয়টির তত্ত্বাবধান করবে।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

উল্লেখ্য, রাজ্য সরকার স্কুল খোলা নিয়ে ২৯ অক্টোবর যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা বহাল রাখল হাইকোর্ট। এই বিশেষজ্ঞ কমিটির সুপারিশের যে মামলা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল, তাও খারিজ করেছে আদালত। পাশাপাশি আদালত বলেছে, যিনি মামলা করেছেন তিনি সরাসরি রাজ্যের এই নির্দেশিকায় প্রভাবিত নন। তাহলে কেন এই মামলা কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতিরা।

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর