০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগ্রায় জেলের মধ্যে ধৃত সাংবাদিককে থার্ড ডিগ্রি দেওয়ার অভিযোগ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ মার্চ ২০২২, শনিবার
  • / 30

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে আগ্রায় পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার হলেন সাংবাদিক। জেলের মধ্যে ওই সাংবাদিককে থার্ড ডিগ্রি দেওয়ার অভিযোগ উঠেছে।  সমস্ত অভিযোগ করেছে পুলিশ।

জানা গিয়েছে, আগ্রায় ভোট গণনা সেন্টারের বাইরে পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে ওই ধৃত সাংবাদিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ করে পুলিশ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

জানা গিয়েছে, ৩৯ বছর বয়সের ধৃত সাংবাদিকের নাম গৌরব বনসাল। গত ১৫ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

পুলিশের অভিযোগ গত ৮ মার্চ ওই সাংবাদিক গণনাকেন্দ্রে ইভিএম বদলানোর চেষ্টা করছিলেন। সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও অভিযোগ,  তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গৌরব বনসাল নামের ওই সাংবাদিক পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেন। তার পরেই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

এদিকে ধৃত সাংবাদিক গৌরব বনসালের আইনজীবী বলেছেন,  জেলের মধ্যে তার মক্কেলকে থার্ড ডিগ্রি দেওয়া হয়েছে। সারারাত ধরে তাকে নির্মম ভাবে মারধর করা হয়েছে।

ইতমাদৌলা স্টেশন হাউস অফিসার (এসএইচও) সত্য দেব শর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, বনসাল গণনার দিন অনৈতিক কাজকর্ম করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সাংবাদিক ও অধিকারকর্মী সহ বেশ কয়েকটি প্রতিনিধি দল গৌরব বনসালের মুক্তির জন্য ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগ্রায় জেলের মধ্যে ধৃত সাংবাদিককে থার্ড ডিগ্রি দেওয়ার অভিযোগ

আপডেট : ১৯ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে আগ্রায় পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগে গ্রেফতার হলেন সাংবাদিক। জেলের মধ্যে ওই সাংবাদিককে থার্ড ডিগ্রি দেওয়ার অভিযোগ উঠেছে।  সমস্ত অভিযোগ করেছে পুলিশ।

জানা গিয়েছে, আগ্রায় ভোট গণনা সেন্টারের বাইরে পুলিশের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে ওই ধৃত সাংবাদিকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইভিএম বদলের চেষ্টার অভিযোগ করে পুলিশ।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

জানা গিয়েছে, ৩৯ বছর বয়সের ধৃত সাংবাদিকের নাম গৌরব বনসাল। গত ১৫ মার্চ তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: প্রতিরক্ষার গোপন তথ্য পাচার, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার বিশাল যাদব

পুলিশের অভিযোগ গত ৮ মার্চ ওই সাংবাদিক গণনাকেন্দ্রে ইভিএম বদলানোর চেষ্টা করছিলেন। সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরও অভিযোগ,  তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে গৌরব বনসাল নামের ওই সাংবাদিক পুলিশের সঙ্গে অভব্য আচরণ করেন। তার পরেই তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রশ্ন, গ্রেফতার কংগ্রেস নেতা

এদিকে ধৃত সাংবাদিক গৌরব বনসালের আইনজীবী বলেছেন,  জেলের মধ্যে তার মক্কেলকে থার্ড ডিগ্রি দেওয়া হয়েছে। সারারাত ধরে তাকে নির্মম ভাবে মারধর করা হয়েছে।

ইতমাদৌলা স্টেশন হাউস অফিসার (এসএইচও) সত্য দেব শর্মা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, বনসাল গণনার দিন অনৈতিক কাজকর্ম করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।সাংবাদিক ও অধিকারকর্মী সহ বেশ কয়েকটি প্রতিনিধি দল গৌরব বনসালের মুক্তির জন্য ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।