১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আইআইএম জোকা কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্ত

ইমামা খাতুন
- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 130
পুবের কলম,ওয়েবডেস্ক: আইআইএম জোকা কাণ্ডে পরপর তিনবার জবানবন্দি এড়িয়েছেন অভিযোগকারিণী। জোকা কাণ্ডে জামিন অভিযুক্তের। শনিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হলে অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হয়। এদিন ৫০ হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক। তবে আপাতত রাজ্য ছেড়ে অন্যত্র যেতে পারবেন না বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা গেছে, বারবার তারিখ নির্ধারণ করা হলেও আদালতে আসেননি ‘নির্যাতিতা’। এমনকি মেডিকো-লিগাল পরীক্ষাও হয়নি। তবে অভিযুক্তের মেডিকো লিগ্যাল পরীক্ষা করানো হয়েছে বলে জানান তিনি। কার্যত গোটা তদন্তে যেন ‘অসহযোগিতা’ করছেন খোদ নির্যাতিতাই। তবে আপাতত চতূর্থবারের জন্য আরও পরের সপ্তাহের শুক্রবার আরও একটি দিন ধার্য করল আদালত।