১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বান্ধবীকে হত্যা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করল অভিযুক্ত যুবক  

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার
  • / 113

 

 

আরও পড়ুন: ককপিটে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা! বরখাস্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট  

পুবের কলম ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশের জব্বলপুরে  জেলার একটি রিসর্টের  ঘরে বিছানায় পড়ে থাকা মৃত মহিলার একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে। যে ব্যক্তি ওই ভিডিও পোস্ট করেছে মনে করা হচ্ছে তিনি নিজেই তার বান্ধবী হত্যা করে ওই ভিডিও পোস্ট করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

আরও পড়ুন: হিন্দু বান্ধবীর সঙ্গে ঘুরবে কেন? মেরে হাসপাতাল পাঠানো হল মোহাম্মদ ফারিসকে

 

আরও পড়ুন: নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা:  গ্রেফতার অভিযুক্ত যুবক

বান্ধবীকে হত্যা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করল অভিযুক্ত যুবক  

 

তিলওয়ারা থানার ইনচার্জ লক্ষ্মণ সিং ঝারিয়া জানিয়েছেন, রিসর্টের একটি ঘরে বিছানায় মৃত মহিলার শায়িত  থাকার  একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে। ক্লিপটি দেখে  পোস্টকারী অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত গুজরাতের  বাসিন্দা। তিলওয়ারা থানার অফিসার ইনচার্জ ঝারিয়া জানিয়েছেন অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 

 

প্রয়োজনে ভোপাল পুলিশের একটি দল যাবে গুজরাত।  জব্বলপুর জেলার কুন্দম এলাকার বাসিন্দা  শিল্পা মিশ্রকে ৮ নভেম্বর রিসর্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলার মুখ চাদর দিয়ে ঢেকে দিচ্ছে অভিযুক্ত।  তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ২২ বছর বয়সী শিল্পাকে শারীরিক অত্যাচার করার পরেই হত্যা করা হয়।যে ভিডিও ক্লিপ গুলি ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে দেখা গিয়েছে অভিযুক্ত যুবক মৃত মহিলার উদ্দেশ্যে বলছে তার সঙ্গে যেন বিশ্বাসঘাকতার চেষ্টা না করা হয়। এমনকি সে যে নিজেই ওই যুবতীকে হত্যা করেছে সে কথাও স্বীকার করে নেওয়া হয়েছে ভিডিওতে।  অভিযুক্তের আরও দাবি শিল্পা মিশ্র তার বিজনেস পার্টনারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন। প্রায় ১০ থেকে ১২ লক্ষ্য টাকা নিয়ে শিল্পা পালিয়ে আসেন জব্বলপুরে। ইন্সপেকটর ঝারিয়া জানিয়েছেন ত্রিকোণ প্রেমের সম্ভাবনারও উড়িয়ে দেওয়া হচ্ছেনা। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বান্ধবীকে হত্যা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করল অভিযুক্ত যুবক  

আপডেট : ১৩ নভেম্বর ২০২২, রবিবার

 

 

আরও পড়ুন: ককপিটে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা! বরখাস্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট  

পুবের কলম ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশের জব্বলপুরে  জেলার একটি রিসর্টের  ঘরে বিছানায় পড়ে থাকা মৃত মহিলার একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে। যে ব্যক্তি ওই ভিডিও পোস্ট করেছে মনে করা হচ্ছে তিনি নিজেই তার বান্ধবী হত্যা করে ওই ভিডিও পোস্ট করেছেন বলে পুলিশের প্রাথমিক ধারণা।

আরও পড়ুন: হিন্দু বান্ধবীর সঙ্গে ঘুরবে কেন? মেরে হাসপাতাল পাঠানো হল মোহাম্মদ ফারিসকে

 

আরও পড়ুন: নিজেকে জয়েন্ট বিডিও পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা:  গ্রেফতার অভিযুক্ত যুবক

বান্ধবীকে হত্যা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করল অভিযুক্ত যুবক  

 

তিলওয়ারা থানার ইনচার্জ লক্ষ্মণ সিং ঝারিয়া জানিয়েছেন, রিসর্টের একটি ঘরে বিছানায় মৃত মহিলার শায়িত  থাকার  একটি ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল হয়েছে। ক্লিপটি দেখে  পোস্টকারী অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত গুজরাতের  বাসিন্দা। তিলওয়ারা থানার অফিসার ইনচার্জ ঝারিয়া জানিয়েছেন অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি চলছে।

 

 

প্রয়োজনে ভোপাল পুলিশের একটি দল যাবে গুজরাত।  জব্বলপুর জেলার কুন্দম এলাকার বাসিন্দা  শিল্পা মিশ্রকে ৮ নভেম্বর রিসর্টে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলার মুখ চাদর দিয়ে ঢেকে দিচ্ছে অভিযুক্ত।  তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ২২ বছর বয়সী শিল্পাকে শারীরিক অত্যাচার করার পরেই হত্যা করা হয়।যে ভিডিও ক্লিপ গুলি ভাইরাল হয়েছে তার মধ্যে একটিতে দেখা গিয়েছে অভিযুক্ত যুবক মৃত মহিলার উদ্দেশ্যে বলছে তার সঙ্গে যেন বিশ্বাসঘাকতার চেষ্টা না করা হয়। এমনকি সে যে নিজেই ওই যুবতীকে হত্যা করেছে সে কথাও স্বীকার করে নেওয়া হয়েছে ভিডিওতে।  অভিযুক্তের আরও দাবি শিল্পা মিশ্র তার বিজনেস পার্টনারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছিলেন। প্রায় ১০ থেকে ১২ লক্ষ্য টাকা নিয়ে শিল্পা পালিয়ে আসেন জব্বলপুরে। ইন্সপেকটর ঝারিয়া জানিয়েছেন ত্রিকোণ প্রেমের সম্ভাবনারও উড়িয়ে দেওয়া হচ্ছেনা। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।