পাঞ্জাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য অভিনেতা অক্ষয় কুমারের
- আপডেট : ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 201
পুবের কলম ওয়েবডেস্ক : বন্যাবিধ্বস্ত পাঞ্জাবে ৫ কোটি টাকা আর্থিক সাহায্য অভিনেতা অক্ষয় কুমারের। গত ৩৭ বছরে এরকম ভয়াবহ বন্যা হল পাঞ্জাবে। বর্তমানে পাঞ্জাবের পরিস্থিতি এতটাই খারাপ যে আপ সরকার, বিপর্যস্ত রাজ্য হিসেবে ঘোষণা করেছে পাঞ্জাবকে। বরাবরই বলিউডের অভিনয় জগতে খিলাড়ি নামে পরিচিত অক্ষয় কুমার।
যদিও অক্ষয় এই আর্থিক সাহায্যকে অনুদান হিসেবে দেখতে নারাজ। তাঁর কথায় এই সাহায্য হল জনগণের উদ্দেশ্যে সেবা করার আরেক নাম। বর্তমানে সিনেমা জগতে তাঁর কেরিয়ারের গ্রাফ খুব একটা উন্নতমানের নয়। গত চার বছরে অক্ষয়ের কোন সিনেমা হিটের মুখ দেখেনি। এই পরিস্থিতিতেও অক্ষয় নিজকে মানবসেবা থেকে দূরে রাখেননি।
খিলাড়ি তাঁর এই সাহায্যের বিষয়ে আরও জানিয়েছেন, এই টাকা দুর্গতদের পুনর্বাসনের কাজে ব্যভার করা হবে। পাঞ্জাবের এই ভয়াবহ পরিস্থিতিতে দুঃস্থদের পাশে দাড়াতে পারলে, তাদের জন্য কিছু করতে পারলে নিজেকে খুব ভাগ্যবান মনে করব। তিনি আরও বলেছেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন খুব শীঘ্রই পাঞ্জাবের এই দুর্যোগ কেটে যায়। সকলে যেন বার আগের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারে’।
অক্ষয় কুমারের পাশাপাশি বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিও তাঁর অভিনীত ‘মেহের’ ছবি রিলিজের প্রথম দিনে যতটা টাকা আয় করবে, সেই পুরো টাকাটাই পাঞ্জাবের ত্রাণের জন্য দান করবেন। যদিও তিনি এখন আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। এছাড়াও গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ পাঞ্জাবের ১০টি গ্রাম দত্তক নিয়েছেন। এইভাবে তিনি বন্যা দুর্গতদের পাশে রয়েছেন।
অন্যদিকে আবার এমি ভির্ক নিজে, বন্যায় বিপর্যস্ত ২০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন। আপাতভাবে পাঞ্জাবের এই বন্যা কবলিত পরিস্থিতিতে নিজেদের মত করে পাশে দাঁড়াচ্ছেন সবাই।

















































