০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাপে কাটল ভাইজান সলমনকে! উদ্বেগ বলিউড জুড়ে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 47

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার গভীর রাতে সাপে কামড়ালো বলিউড অভিনেতা সলমন খানকে। নিজের ফার্মহাউজ পনভেলে   বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ভাইজান। সেখানেই গভীর রাতে তাঁকে সাপে কামড়ায় বলে জানা যাচ্ছে।  তড়িঘড়ি ভাইজানকে ভর্তি করা হয় হাসপাতালে।

এই খবর ছড়িয়ে পড়ার পরেই বলিউড জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ।ভাইজানের ভক্তদের মধ্যেও তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সলমনকে সাপে কাটার খবর।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

সাপে কামড়ানোর পরেই সলমনকে নবি মুম্বইয়ের কামোথে এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সূত্রের খবর প্রাথমিক চিকিৎসার পর এই বলিউড অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে সাপটি সলমনকে দংশন করে সেটি ছিল নির্বিষ।

আরও পড়ুন: সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেফতার ২

কি করে ঘটল এই বিপত্তি? সংবাদসংস্থা সূত্রের খবর ফার্ম হাউসে যেখানে সলমন বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন সেখানেই কাছেই কোন ঝোপঝাড়ে লুকিয়ে ছিল সাপটি। আচমকাই সেটি  এই তারকা বলিউড অভিনেতাকে দংশন করে। এরপর কোন ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এই সারারাত এই মেগাস্টারকে পর্যবেক্ষনে রাখেন। রবিবার সকাল ৮টা নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।সলমন অনুরাগীরাও এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। আগামী সোমবারই ভাইজানের জন্মদিন, তার আগেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। বলিউডের এই মেগাস্টারের ওপরে কয়েকশো কোটি টাকা লগ্নি রয়েছে প্রযোজক- পরিচালকদের। তাই আপাত স্বস্তিতে তাঁরাও।

আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে ফের সইফ-তাব্বুর বিরুদ্ধে হাইকোর্টে রাজস্থান সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাপে কাটল ভাইজান সলমনকে! উদ্বেগ বলিউড জুড়ে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার গভীর রাতে সাপে কামড়ালো বলিউড অভিনেতা সলমন খানকে। নিজের ফার্মহাউজ পনভেলে   বড়দিনের ছুটি কাটাতে গিয়েছিলেন ভাইজান। সেখানেই গভীর রাতে তাঁকে সাপে কামড়ায় বলে জানা যাচ্ছে।  তড়িঘড়ি ভাইজানকে ভর্তি করা হয় হাসপাতালে।

এই খবর ছড়িয়ে পড়ার পরেই বলিউড জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উদ্বেগ।ভাইজানের ভক্তদের মধ্যেও তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয় সলমনকে সাপে কাটার খবর।

আরও পড়ুন: ভাইজানের নিরাপত্তায় আরও কড়াকড়ি, গ্যালাক্সিতে বলি তারকাদেরও পরিচয়পত্র আবশ্যিক

সাপে কামড়ানোর পরেই সলমনকে নবি মুম্বইয়ের কামোথে এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সূত্রের খবর প্রাথমিক চিকিৎসার পর এই বলিউড অভিনেতাকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে যে সাপটি সলমনকে দংশন করে সেটি ছিল নির্বিষ।

আরও পড়ুন: সলমন খানের বাড়িতে ঢোকার চেষ্টা, গ্রেফতার ২

কি করে ঘটল এই বিপত্তি? সংবাদসংস্থা সূত্রের খবর ফার্ম হাউসে যেখানে সলমন বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন সেখানেই কাছেই কোন ঝোপঝাড়ে লুকিয়ে ছিল সাপটি। আচমকাই সেটি  এই তারকা বলিউড অভিনেতাকে দংশন করে। এরপর কোন ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এই সারারাত এই মেগাস্টারকে পর্যবেক্ষনে রাখেন। রবিবার সকাল ৮টা নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।সলমন অনুরাগীরাও এই খবরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন। আগামী সোমবারই ভাইজানের জন্মদিন, তার আগেই বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন তিনি। বলিউডের এই মেগাস্টারের ওপরে কয়েকশো কোটি টাকা লগ্নি রয়েছে প্রযোজক- পরিচালকদের। তাই আপাত স্বস্তিতে তাঁরাও।

আরও পড়ুন: কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে ফের সইফ-তাব্বুর বিরুদ্ধে হাইকোর্টে রাজস্থান সরকার