০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 13

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। দিন কয়েক আগেই দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন  জানিয়েছিলেন জ্যাকলিন। জানা যায়, এর আগেও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতে আর্জি জানান জ্যাকলিন।

উল্লেখ্য যে, ২০০ কোটির প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। গ্রেফতার হওয়ার পরে সুকেশকে জেরা করেই উঠে আসে তাঁর ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। এরপরেই প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। মামলা চলাকালীন অভিনেত্রীর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে আদালত।

এদিকে দিন কয়েক আগে সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিন বলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সুকেশ চন্দ্রশেখর তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যাকলিন। যদিও ইডি শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, ‘ঠগবাজ’ সুকেশের অতীত ও পেশা সম্পর্কে সবটা জেনেও কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধির সঙ্গে জেলবন্দি কনম্যানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকলিন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। শুক্রবার পাতিয়ালা হাউস কোর্ট অভিনেত্রীকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছে। দিন কয়েক আগেই দুবাই যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন  জানিয়েছিলেন জ্যাকলিন। জানা যায়, এর আগেও বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতে আর্জি জানান জ্যাকলিন।

উল্লেখ্য যে, ২০০ কোটির প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। গ্রেফতার হওয়ার পরে সুকেশকে জেরা করেই উঠে আসে তাঁর ‘বান্ধবী’ জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাম। এরপরেই প্রতারণা মামলায় অভিযুক্ত হন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ়। মামলা চলাকালীন অভিনেত্রীর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে আদালত।

এদিকে দিন কয়েক আগে সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিন বলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সুকেশ চন্দ্রশেখর তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যাকলিন। যদিও ইডি শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, ‘ঠগবাজ’ সুকেশের অতীত ও পেশা সম্পর্কে সবটা জেনেও কেবলমাত্র নিজের স্বার্থসিদ্ধির সঙ্গে জেলবন্দি কনম্যানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন জ্যাকলিন।