২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এনটিপিসি-কে কয়লা যোগান দেওয়ার বরাত, বছরের শুরুতে লক্ষ্মীলাভ আদানি গোষ্ঠীর

মাসুদ আলি
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার
  • / 42

সরকার নিয়ন্ত্রিত এনটিপিসি-র বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে কয়লা সরবরাহ করবে আদানি গোষ্ঠী৷ গত বছরের শেষে এ কাজের বরাত পায় তারা৷ চুক্তি অনুযায়ী, এনটিপিসি-কে ১ মিলিয়ন মেট্রিক টন কয়লা সরবরাহ করবে গৌতম আদানির অস্ট্রেলিয় একটি সংস্থা৷

ওই কয়লা আনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকেই৷কলকাতার দামোদর ভ্যালি কর্পোরেশনকে ওই পরিমাণ কয়লা সরবরাহ করা নিয়েও কথাবার্তা চলছে আদানিদের৷ যদিও বিষয়টি নিয়ে কোনও পক্ষই মুখ খুলতে চায়নি৷

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

আদানিদের এই বরাত পাওয়া নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ দেশে প্রচুর পরিমাণ কয়লা মজুত থাকতে কেন বাইরে থেকে কয়লা এনে এনটিপিসিকে দেওয়ার প্রয়োজন পড়ল তা বোধগম্য হচ্ছে না অনেকের৷ অভিযোগ উঠেছে, আদানিদের থেকে কয়লা কিনতে ডিভিসির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে৷

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিদেশ থেকে কয়লা কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতের বিদ্যুত উৎপাদনের প্রায় ৭০% আসে কয়লা জ্বালানি থেকে৷ এবং আগামী কয়েক বছরে খরচ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেরর জন্য উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে আদানি গত মাসে অস্ট্রেলিয়ায় তার বিতর্কিত কারমাইকেল কয়লা খনি থেকে প্রথম রপ্তানি কার্গো পাঠানো শুরু করেছে। চালানটি ভারতে আসছে।

আরও পড়ুন: আদানির হাতেই ধারাভি

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বরাবরের অভিযোগ, যে তারা আদানি এবং আম্বানিদের বেশি সুবিধা পাইয়ে দেয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিকবার মোদি-শাহকে ‘হাম দো হামারে দো’ অর্থাৎ মোট চারজনের সরকার বলে কটাক্ষ করেছেন। এর মধ্যে আদানিদের এই বিরাট চুক্তিপ্রাপ্তি বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দেবে তাতে সংশয় নেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এনটিপিসি-কে কয়লা যোগান দেওয়ার বরাত, বছরের শুরুতে লক্ষ্মীলাভ আদানি গোষ্ঠীর

আপডেট : ৭ জানুয়ারী ২০২২, শুক্রবার

সরকার নিয়ন্ত্রিত এনটিপিসি-র বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিকে কয়লা সরবরাহ করবে আদানি গোষ্ঠী৷ গত বছরের শেষে এ কাজের বরাত পায় তারা৷ চুক্তি অনুযায়ী, এনটিপিসি-কে ১ মিলিয়ন মেট্রিক টন কয়লা সরবরাহ করবে গৌতম আদানির অস্ট্রেলিয় একটি সংস্থা৷

ওই কয়লা আনা হচ্ছে অস্ট্রেলিয়া থেকেই৷কলকাতার দামোদর ভ্যালি কর্পোরেশনকে ওই পরিমাণ কয়লা সরবরাহ করা নিয়েও কথাবার্তা চলছে আদানিদের৷ যদিও বিষয়টি নিয়ে কোনও পক্ষই মুখ খুলতে চায়নি৷

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা ভাঙার দায়ে আদানি সংস্থা ফের তদন্তের জালে

আদানিদের এই বরাত পাওয়া নিয়ে কোনও কোনও মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ দেশে প্রচুর পরিমাণ কয়লা মজুত থাকতে কেন বাইরে থেকে কয়লা এনে এনটিপিসিকে দেওয়ার প্রয়োজন পড়ল তা বোধগম্য হচ্ছে না অনেকের৷ অভিযোগ উঠেছে, আদানিদের থেকে কয়লা কিনতে ডিভিসির উপর চাপ সৃষ্টি করা হচ্ছে৷

আরও পড়ুন: আদানির সংস্থার ৫০০০ কোটির ডিবেঞ্চার কিনল এলআইসি

জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিদেশ থেকে কয়লা কেনার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতের বিদ্যুত উৎপাদনের প্রায় ৭০% আসে কয়লা জ্বালানি থেকে৷ এবং আগামী কয়েক বছরে খরচ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারেরর জন্য উৎসাহ দিচ্ছেন। অন্যদিকে আদানি গত মাসে অস্ট্রেলিয়ায় তার বিতর্কিত কারমাইকেল কয়লা খনি থেকে প্রথম রপ্তানি কার্গো পাঠানো শুরু করেছে। চালানটি ভারতে আসছে।

আরও পড়ুন: আদানির হাতেই ধারাভি

কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বরাবরের অভিযোগ, যে তারা আদানি এবং আম্বানিদের বেশি সুবিধা পাইয়ে দেয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী একাধিকবার মোদি-শাহকে ‘হাম দো হামারে দো’ অর্থাৎ মোট চারজনের সরকার বলে কটাক্ষ করেছেন। এর মধ্যে আদানিদের এই বিরাট চুক্তিপ্রাপ্তি বিরোধীদের হাতে নয়া অস্ত্র তুলে দেবে তাতে সংশয় নেই।