০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিৎপুর ফ্লাইওভার  ভাঙার সিদ্ধান্ত নিল প্রশাসন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 59

পুবের কলম প্রতিবেদক: যে কোনও সময় বড় বিপদ হতে পারে! সেই আশঙ্কা থেকে এবার উত্তর কলকাতার সঙ্গে শহরতলির অন্যতম লিঙ্ক, চিৎপুর ফ্লাইওভার  ভাঙার সিদ্ধান্ত নিল প্রশাসন।

জানা গেছে,  টালা ব্রিজ খুলে গেলেই চিৎপুর ফ্লাইওভার ভাঙার কাজ শুরু হবে। কাশীপুরের সঙ্গে বাগবাজারের সংযোগকারী চিৎপুর ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিল প্রশাসন। সেই রিপোর্টেই ফ্লাইওভারের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। সেজন্যই চিৎপুর ফ্লাইওভার ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আপাতত, ওই ফ্লাইওভার দিয়ে বাস-সহ সমস্ত ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জয়ীদের ভাগ্য নির্ধারণ হবে এই মামলার রায়দানে:  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, ২০১৮-র ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপরই শহরের বিভিন্ন ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় সরকার। সেই পরীক্ষায় শহরতলির সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র টালা ব্রিজের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। এরপরই ২০২০-র ৩১ জানুয়ারি মাঝরাত থেকে টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। মহালয়ার আগেই সম্ভবত খুলছে টালা ব্রিজ

আরও পড়ুন: বিমানবন্দর থেকে গভীর রাতেও মিলবে শহরতলীর বাস, উদ্যোগী প্রশাসন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিৎপুর ফ্লাইওভার  ভাঙার সিদ্ধান্ত নিল প্রশাসন

আপডেট : ১৪ জুলাই ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: যে কোনও সময় বড় বিপদ হতে পারে! সেই আশঙ্কা থেকে এবার উত্তর কলকাতার সঙ্গে শহরতলির অন্যতম লিঙ্ক, চিৎপুর ফ্লাইওভার  ভাঙার সিদ্ধান্ত নিল প্রশাসন।

জানা গেছে,  টালা ব্রিজ খুলে গেলেই চিৎপুর ফ্লাইওভার ভাঙার কাজ শুরু হবে। কাশীপুরের সঙ্গে বাগবাজারের সংযোগকারী চিৎপুর ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিল প্রশাসন। সেই রিপোর্টেই ফ্লাইওভারের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। সেজন্যই চিৎপুর ফ্লাইওভার ভেঙে ফেলার সিদ্ধান্ত প্রশাসনের।

আরও পড়ুন: ফ্লুর প্রাদুর্ভাব: উদ্বেগজনক হারে বাড়ছে রোগী, সরকারকে সতর্ক করল বিশেষজ্ঞরা

আপাতত, ওই ফ্লাইওভার দিয়ে বাস-সহ সমস্ত ভারী যান চলাচল বন্ধ করা হয়েছে। যান চলাচল বন্ধ করল কলকাতা পুলিশ।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে জয়ীদের ভাগ্য নির্ধারণ হবে এই মামলার রায়দানে:  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

প্রসঙ্গত, ২০১৮-র ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপরই শহরের বিভিন্ন ব্রিজগুলোর স্বাস্থ্য পরীক্ষা করায় সরকার। সেই পরীক্ষায় শহরতলির সঙ্গে কলকাতার অন্যতম যোগসূত্র টালা ব্রিজের স্বাস্থ্যে গলদ ধরা পড়ে। এরপরই ২০২০-র ৩১ জানুয়ারি মাঝরাত থেকে টালা ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুরু হয় ব্রিজ ভাঙার কাজ। মহালয়ার আগেই সম্ভবত খুলছে টালা ব্রিজ

আরও পড়ুন: বিমানবন্দর থেকে গভীর রাতেও মিলবে শহরতলীর বাস, উদ্যোগী প্রশাসন