০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভর্তি ফি মকুবের ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
  • / 269

পুবের কলম প্রতিবেদক: কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের দিতে হবে না কোনও অ্যাডমিশন ফি। ২০২২-২৩ সালের জন্য এই ফি মকুব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন পড়ুয়াদের এমনই ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক সহ-উপাচার্যের তরফে জারি হওয়ায় একটি বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

ইতিমধ্যেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা এবছরের পরিবর্তে পরের বছর হবে বলে আগেই জানানো হয়েছে। কিন্তু কলেজগুলোতে অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

এবারও ভর্তি প্রক্রিয়ার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কলেজে কত আসন, কোন বিষয়ে কত জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং স্বচ্ছ্ব হয়, তার জন্যই বিশদে তালিকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

অন্যদিকে এরই মধ্যে আবার আইন বিভাগে প্রবেশিকার দাবি ঘিরে জল গড়িয়েছে আদালতে। বিএ এলএলবি কোর্সে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হত। কোভিড পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা হয়নি। পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হন এক আইনজীবী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভর্তি ফি মকুবের ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ে

আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সগুলি পড়ানো হয়, সেখানে আবেদনকারীদের দিতে হবে না কোনও অ্যাডমিশন ফি। ২০২২-২৩ সালের জন্য এই ফি মকুব করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন পড়ুয়াদের এমনই ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক সহ-উপাচার্যের তরফে জারি হওয়ায় একটি বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

ইতিমধ্যেই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থা এবছরের পরিবর্তে পরের বছর হবে বলে আগেই জানানো হয়েছে। কিন্তু কলেজগুলোতে অনলাইনে ভর্তি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Jucsu polls: জাকসুর ফল প্রকাশ সন্ধ্যা ৭-টায়

এবারও ভর্তি প্রক্রিয়ার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কলেজে কত আসন, কোন বিষয়ে কত জন পড়ুয়া ভর্তি হতে পারবেন। ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠু এবং স্বচ্ছ্ব হয়, তার জন্যই বিশদে তালিকা দিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয় বিশ্ববিদ্যালয়ের তরফে।

আরও পড়ুন: নয়া শিক্ষানীতি মেনে পরীক্ষা দায়িত্ব এবার কলেজগুলিকে

অন্যদিকে এরই মধ্যে আবার আইন বিভাগে প্রবেশিকার দাবি ঘিরে জল গড়িয়েছে আদালতে। বিএ এলএলবি কোর্সে প্রবেশিকার মাধ্যমে ভর্তি নেওয়া হত। কোভিড পরিস্থিতিতে গত দুবছর সেই পরীক্ষা হয়নি। পরীক্ষা অবিলম্বে চালু করার দাবিতে হাইকোর্টে দ্বারস্থ হন এক আইনজীবী।