০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাতারাতি টাকা দ্বিগুণ, তিনগুণ করে দেওয়ার বিজ্ঞাপন !

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক:  চড়া সুদের টোপ! রাতারাতি টাকা দ্বিগুণ, তিনগুণ করে দেওয়ার বিজ্ঞাপন। সেই ফাঁদে পা দিয়েই দেশ জুড়ে সর্বস্বান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বেআইনি ভাবে হাজার হাজার টাকা সোজা চলে যাচ্ছে চিন, তাইওয়ান), দুবাই , কম্বোডিয়ায়। এবার প্রায় ৯০৩ কোটি টাকার বিরাট জালিয়াতি চক্রের খোঁজ পেল হায়দরাবাদ পুলিশ।

যাঁরাই ভরসা করে টাকা রাখতেন বিনিয়োগ অ্যাপে, দিন কয়েকের মধ্যেই তারা খুইয়ে ফেলতেন বিনিয়োগের সমস্ত টাকা। শুধু তেলঙ্গানা নয়, দেশের একাধিক রাজ্যেই ছড়িয়ে পড়েছিল প্রতারণা চক্র।

ভারতের বাইরে চিন, তাইওয়ান, কম্বোডিয়া ও মধ্য প্রাচ্যেও ছড়িয়ে পড়েছিল এই প্রতারণার জাল। তদন্তে নেমে পুলিশ এখনও অবধি ৯০৩ কোটি টাকার প্রতারণার খোঁজ মিলেছে। একজন চিন ও তাইওয়ানের নাগরিক সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান,  দেশের প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। শুধুমাত্র দিল্লিতেই ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে। মোট প্রতারণার অঙ্ক হাজার কোটি টাকা পার করতে পারে। এখনও অবধি ৯০৩ কোটি টাকার প্রতারণার খোঁজ মিলেছে। পুরো টাকাটাই দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত চিনের বাসিন্দা লি জ়োনজুন ও তাইওয়ানের বাসিন্দা চু চু ইউ ২০১৯-২০ সালে ভারতে এসেছিলেন। করোনাকালে তাঁরা নিজেদের দেশে ফিরে যান। পরে সংক্রমণ কিছুটা কমতেই ফের প্রতারণা চক্র চালু করা হয়। চিন ও তাইওয়ানে থাকা তাদের বসদের যাবতীয় তথ্য জানাতেন তাঁরা। গত জুলাই মাসে পুলিশের কাছে প্রথম অভিযোগ দায়ের হয়। এক ব্যক্তি অভিযোগ করেন, লোক্সাম নামক এক বিনিয়োগ অ্যাপে ১.৬ লক্ষ টাকা রেখেছিলেন, কিন্তু কিছুদিন পরই সেই টাকা উধাও হয়ে যায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে শিন্ডাই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার হয়েছে।

শিন্ডাই টেকনোলজি থেকে মোট ৩৮টি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত।  সেই টাকা ডলারে পরিবর্তিত করে হাওয়ালার মাধ্যমে টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত। হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পরবর্তী তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতারাতি টাকা দ্বিগুণ, তিনগুণ করে দেওয়ার বিজ্ঞাপন !

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  চড়া সুদের টোপ! রাতারাতি টাকা দ্বিগুণ, তিনগুণ করে দেওয়ার বিজ্ঞাপন। সেই ফাঁদে পা দিয়েই দেশ জুড়ে সর্বস্বান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বেআইনি ভাবে হাজার হাজার টাকা সোজা চলে যাচ্ছে চিন, তাইওয়ান), দুবাই , কম্বোডিয়ায়। এবার প্রায় ৯০৩ কোটি টাকার বিরাট জালিয়াতি চক্রের খোঁজ পেল হায়দরাবাদ পুলিশ।

যাঁরাই ভরসা করে টাকা রাখতেন বিনিয়োগ অ্যাপে, দিন কয়েকের মধ্যেই তারা খুইয়ে ফেলতেন বিনিয়োগের সমস্ত টাকা। শুধু তেলঙ্গানা নয়, দেশের একাধিক রাজ্যেই ছড়িয়ে পড়েছিল প্রতারণা চক্র।

ভারতের বাইরে চিন, তাইওয়ান, কম্বোডিয়া ও মধ্য প্রাচ্যেও ছড়িয়ে পড়েছিল এই প্রতারণার জাল। তদন্তে নেমে পুলিশ এখনও অবধি ৯০৩ কোটি টাকার প্রতারণার খোঁজ মিলেছে। একজন চিন ও তাইওয়ানের নাগরিক সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ জানান,  দেশের প্রায় কয়েক লক্ষ মানুষ প্রতারিত হয়েছেন। শুধুমাত্র দিল্লিতেই ১০ হাজার কোটি টাকার প্রতারণা হয়েছে। মোট প্রতারণার অঙ্ক হাজার কোটি টাকা পার করতে পারে। এখনও অবধি ৯০৩ কোটি টাকার প্রতারণার খোঁজ মিলেছে। পুরো টাকাটাই দেশের বাইরে পাচার করে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত চিনের বাসিন্দা লি জ়োনজুন ও তাইওয়ানের বাসিন্দা চু চু ইউ ২০১৯-২০ সালে ভারতে এসেছিলেন। করোনাকালে তাঁরা নিজেদের দেশে ফিরে যান। পরে সংক্রমণ কিছুটা কমতেই ফের প্রতারণা চক্র চালু করা হয়। চিন ও তাইওয়ানে থাকা তাদের বসদের যাবতীয় তথ্য জানাতেন তাঁরা। গত জুলাই মাসে পুলিশের কাছে প্রথম অভিযোগ দায়ের হয়। এক ব্যক্তি অভিযোগ করেন, লোক্সাম নামক এক বিনিয়োগ অ্যাপে ১.৬ লক্ষ টাকা রেখেছিলেন, কিন্তু কিছুদিন পরই সেই টাকা উধাও হয়ে যায়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে শিন্ডাই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার অ্যাকাউন্টে ওই টাকা ট্রান্সফার হয়েছে।

শিন্ডাই টেকনোলজি থেকে মোট ৩৮টি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হত।  সেই টাকা ডলারে পরিবর্তিত করে হাওয়ালার মাধ্যমে টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত। হায়দরাবাদ পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনার পরবর্তী তদন্তের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হবে।