০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দ্বিতীয় তালিব সরকারের সমর্থনে গলা ফাটালেন আফগান মহিলাদের একাংশ

পুবের কলম
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ শরীর ঢাকা কালো বা নীল বোরখায়, গোটা শরীরের মধ্যে খোলা শুধু চোখ। দ্বিতীয় তালিব সরকারের সমর্থনে আফগান মহিলাদের একাংশ গলা ফাটালেন কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় তালিবদের মহিলা নীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ওই মহিলারা। তাদের মতে হিজাব পরলেই নিরাপদ থাকবেন তাঁরা। আফগানরা নয়া সরকারকে সর্বশক্তি দিয়ে রক্ষা করার কথাও তাঁরা বলেন।

গনি সরকারের কঠোর সমালোচনা করে ওই মহিলারা বলেন আগের সরকার শুধু মহিলাদের রূপ দেখে চাকরি দিত। মহিলাদের খারাপ ভাবে ব্যবহার করা হত। আশরফ গনি সরকারের আমলে নারী স্বাধীনতা ছিলনা বলেও দাবি করেছেন তাঁরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্বিতীয় তালিব সরকারের সমর্থনে গলা ফাটালেন আফগান মহিলাদের একাংশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শরীর ঢাকা কালো বা নীল বোরখায়, গোটা শরীরের মধ্যে খোলা শুধু চোখ। দ্বিতীয় তালিব সরকারের সমর্থনে আফগান মহিলাদের একাংশ গলা ফাটালেন কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় তালিবদের মহিলা নীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ওই মহিলারা। তাদের মতে হিজাব পরলেই নিরাপদ থাকবেন তাঁরা। আফগানরা নয়া সরকারকে সর্বশক্তি দিয়ে রক্ষা করার কথাও তাঁরা বলেন।

গনি সরকারের কঠোর সমালোচনা করে ওই মহিলারা বলেন আগের সরকার শুধু মহিলাদের রূপ দেখে চাকরি দিত। মহিলাদের খারাপ ভাবে ব্যবহার করা হত। আশরফ গনি সরকারের আমলে নারী স্বাধীনতা ছিলনা বলেও দাবি করেছেন তাঁরা।