০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার
  • / 20

 

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে ১৬ গোল উপহার, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপে অঘটনের পর অঘটন ঘটিয়েই চলেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবার পর এবার অভিজ্ঞ বাংলাদেশকেও ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপের সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান।  বি গ্রুপে  চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে গেল আফগানিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই অনবদ্য নিদর্শন রাখল আফগান ক্রিকেট দল। টসে জিতে প্রথম ব্যাটিং নেয় বাংলাদেশ। কিন্তু আফগান বোলার মুজিবুর রহমানের ঘুরনিতে কুপোকাত হয়ে যায় বাংলাদেশ। মজিবুর মাত্র ১৬ রান দিয়ে তুলে নিলেন তিনটি উইকেট। বাংলাদেশের মূল ব্যাটাররা তাড়াতাড়ি ফিরে যাওয়ায় সমস্যায় পড়ে রয়েল বেঙ্গল টাইগারের দেশ। এরপর শুরু হয় রশিদ খান ম্যাজিক। তিনিও তিনটি উইকেট তুলে নিলেন বাংলাদেশ ইনিংসের। ৭ উইকেটে মাত্র ১২৭ রানে শেষ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৫ রানে প্রথম উইকেট হারালেও ইব্রাহিম জাদরানের ভরসাযোগ্য ব্যাটিং এবং নাজিবুল্লা জাদরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৮.৩ ওভারে ই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ইব্রাহিম করেন ৪১ বলে ৪২ রান এবং নাজি মোল্লার সংগ্রহ ১৭ বলে ৪৩ রান। এবারের এশিয়া কাপে আফগানিস্তান যে অন্যতম ডার্ক হর্স তা বলা যেতেই পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে আফগানিস্তান

আপডেট : ৩১ অগাস্ট ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: ইন্দোনেশিয়াকে ১৬ গোল উপহার, এশিয়া কাপের সুপার ফোরে ভারত

 

 

পুবের কলম ওয়েবডেস্ক: চলতি এশিয়া কাপে অঘটনের পর অঘটন ঘটিয়েই চলেছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাবার পর এবার অভিজ্ঞ বাংলাদেশকেও ৭ উইকেট হারিয়ে বিশ্বকাপের সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান।  বি গ্রুপে  চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে গেল আফগানিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটি বিভাগেই অনবদ্য নিদর্শন রাখল আফগান ক্রিকেট দল। টসে জিতে প্রথম ব্যাটিং নেয় বাংলাদেশ। কিন্তু আফগান বোলার মুজিবুর রহমানের ঘুরনিতে কুপোকাত হয়ে যায় বাংলাদেশ। মজিবুর মাত্র ১৬ রান দিয়ে তুলে নিলেন তিনটি উইকেট। বাংলাদেশের মূল ব্যাটাররা তাড়াতাড়ি ফিরে যাওয়ায় সমস্যায় পড়ে রয়েল বেঙ্গল টাইগারের দেশ। এরপর শুরু হয় রশিদ খান ম্যাজিক। তিনিও তিনটি উইকেট তুলে নিলেন বাংলাদেশ ইনিংসের। ৭ উইকেটে মাত্র ১২৭ রানে শেষ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান ১৫ রানে প্রথম উইকেট হারালেও ইব্রাহিম জাদরানের ভরসাযোগ্য ব্যাটিং এবং নাজিবুল্লা জাদরানের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ১৮.৩ ওভারে ই মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় আফগানিস্তান। ইব্রাহিম করেন ৪১ বলে ৪২ রান এবং নাজি মোল্লার সংগ্রহ ১৭ বলে ৪৩ রান। এবারের এশিয়া কাপে আফগানিস্তান যে অন্যতম ডার্ক হর্স তা বলা যেতেই পারে।