প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনা সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একসাথে আহতদের অ্যাম্বুল্যান্সে তুলে নিচ্ছেন, কেউ কেউ নিজ হাতে ধ্বংসস্তূপ সরিয়ে বাঁচার আশায় নিখোঁজদের খুঁজে চলেছেন। এই ভূমিকম্প আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে।
ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান যেন মৃত্যুপুরি
Afghanistan Earthquake: লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, মৃত বেড়ে ৮০০

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 122
পুবের কলম,ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan Earthquake) লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত বহু। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। সোমবার এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মৃতের সংখ্যা নিশ্চিত করে। আহত হয়েছে আরও ২,৫০০ জন।
বলা বাহুল্য, রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আঘাত হানে।এই প্রেক্ষিতে কাবুলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে উদ্ধারকাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
Afghanistan earthquake: আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২