শান্তি প্রতিষ্ঠার পরই আফস্পা প্রত্যাহার; অসমে মন্তব্য শাহর

- আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক: এখনই উঠছে না আফস্পা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার উত্তর-পূর্ব ভারতে শান্তি প্রতিষ্ঠার পরই সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহার করবে।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে নিশানা করে শাহ বলেন, ‘রাহুল গান্ধি কংগ্রেসকে একটি এজেন্ডা দিয়েছিলেন উত্তর-পূর্বে ক্ষমতায় এলে আফস্পা প্রত্যাহার করা হবে।
সেটা ছিল শুধুমাত্র তুষ্টিকরণের (পড়ুন সংখ্যালঘুদের খুশি করার জন্য) জন্য। যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম আমরা প্রথমে উত্তর-পূর্বে শান্তি আনব এবং তারপরে আফস্পা প্রত্যাহার করব।
শুধুমাত্র তুষ্টিকরণের জন্য আমরা আফস্পা প্রত্যাহার করব না। গুয়াহাটিতে বিজেপির নতুন পার্টি অফিস ‘অটল বিহারী বাজপেয়ী ভবন’ উদ্বোধনের সময় এই মন্তব্য করেন শাহ।
উল্লেখ্য, গুয়াহাটিতে ৯৫,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিরাট পার্টি অফিস তৈরি করেছে পদ্ম শিবির। উদ্বোধনে শাহ বলেন, ‘বিজেপির পার্টি অফিস শুধু ইট-কাঠ-পাথর দিয়ে তৈরি নির্মীয়মাণ কাঠামো নয়, এটি একটি মন্দির।
বিজেপি কর্মীদের কাছে এটা একটা আবেগ। এখান থেকেই অসম সহ গোটা উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনা তৈরি করে বিজেপি। আমার বিদ্যার্থী পরিষদের দিনগুলিতে, আমরা কখনই কল্পনা করিনি যে আমরা অসমে আমাদের নিজেদের সরকার গঠন করব।
কিন্তু আজ রাজ্যে বিজেপির টানা শাসন সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করছে। আমি আজ খুব খুশি যে, ২০১৪ থেকে ২০২২ এর স্বল্প সময়ের মধ্যে, সমগ্র উত্তর পূর্ব এবং আমাদের অসম আজ উন্নয়নের পথে যাত্রা শুরু করেছে। এটা আমার মতো একজন বিজেপি কর্মীর জন্য সৌভাগ্যের বিষয় যে উত্তর-পূর্ব এবং বিজেপি উন্নয়নের লক্ষ্যে হাতে হাত রেখে চলছে।’ কংগ্রেস অসমে অশান্তি জিইয়ে রেখেছিল বলে অভিযোগ করেন শাহ।
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রক সম্প্রতি আফস্পার মেয়াদ বাড়িয়েছে। এটি এমন একটি আইন যা সশস্ত্র বাহিনীকে উত্তর-পূর্বের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বিশেষ ক্ষমতা দেয়।
সেই আফস্পার মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে। ১ অক্টোবর এক নির্দেশিকায় নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের নির্দিষ্ট কিছু অঞ্চলে আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছিল। অসম, মণিপুরেও আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছিল। আইনের মেয়াদ বাড়ানোর পর উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে এটাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রথম সফর।