০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবকে পাঠানো হবে তিহার জেলে, বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্কঃ শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৮ ডিসেম্বর এই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।  আজ তাকে নিয়ে যাওয়া হবে তিহার জেলে।  এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শ্রদ্ধা হত্যাকাণ্ডে শুনানি চলে। আম্বেদকর হাসপাতাল থেকে এই শুনানি অংশ নেয় আফতাব। এদিন মেডিক্যাল চেক-আপের জন্য আফতাবকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

শ্রদ্ধা খুনের ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে। আদালতের সামনে আফতাব নিজেই স্বীকার করেছে, রাগেই বশে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে সে। সেই পুলিশকে তদন্তে সহযোগিতা করবে বলে জানায়। হাড়হিম করা খুনের ঘটনায় দিল্লি আদালতে সওয়াল জবাব চলছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয়। কিন্তু আদালত আফতাব আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। শনিবারই তাকে তিহার জেলে পাঠানো হবে।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

শ্রদ্ধা খুনের ঘটনা সমাজে প্রভাবে ফেলেছে। জনসাধারণ এবং মিডিয়া থেকে আফতাবকে দূরে রাখতে পুলিশ অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। কড়া প্রহরায় পুলিশ তাকে আজ দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল থেকে নিয়ে আসে, তার পর আদালতে পেশ করার আগে তাকে হাসপাতালের একটি ঘরে রাখা হয়। ইতিমধ্যেই আফতাবের ম্যারাথন পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। সোমবার তার নারকো টেস্ট হওয়ার কথা।

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবকে পাঠানো হবে তিহার জেলে, বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৮ ডিসেম্বর এই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।  আজ তাকে নিয়ে যাওয়া হবে তিহার জেলে।  এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শ্রদ্ধা হত্যাকাণ্ডে শুনানি চলে। আম্বেদকর হাসপাতাল থেকে এই শুনানি অংশ নেয় আফতাব। এদিন মেডিক্যাল চেক-আপের জন্য আফতাবকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

শ্রদ্ধা খুনের ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালাকে গ্রেফতার করেছে। আদালতের সামনে আফতাব নিজেই স্বীকার করেছে, রাগেই বশে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে সে। সেই পুলিশকে তদন্তে সহযোগিতা করবে বলে জানায়। হাড়হিম করা খুনের ঘটনায় দিল্লি আদালতে সওয়াল জবাব চলছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করা হয়। কিন্তু আদালত আফতাব আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। শনিবারই তাকে তিহার জেলে পাঠানো হবে।

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

শ্রদ্ধা খুনের ঘটনা সমাজে প্রভাবে ফেলেছে। জনসাধারণ এবং মিডিয়া থেকে আফতাবকে দূরে রাখতে পুলিশ অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। কড়া প্রহরায় পুলিশ তাকে আজ দুপুর আড়াইটে নাগাদ হাসপাতাল থেকে নিয়ে আসে, তার পর আদালতে পেশ করার আগে তাকে হাসপাতালের একটি ঘরে রাখা হয়। ইতিমধ্যেই আফতাবের ম্যারাথন পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছে। সোমবার তার নারকো টেস্ট হওয়ার কথা।

আরও পড়ুন: বিহারে খুন পুনের ব্যবসায়ী, সাইবার প্রতারণার শিকার ব্যবসায়ী

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে