০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২বছর পর দেশ থেকে প্রত্যাহার করা হল করোনা বিধিনিষেধ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার
  • / 8

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ দুবছর বাদে দেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হল করোনা বিধি। জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।নাইট কার্ফু, কনটেইনমেন্ট জোন ৩১শে মার্চ  থেকে অতীত এইসব শব্দ। তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মেনে চলা  এখনও বাধ্যতামূলক।

ঠিক দু বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ দেশজুড়ে  প্রথম লকডাউন ঘোষণা করা হয়। ২০১৯ সালের শেষে চিনের হুয়ান প্রদেশে প্রথম শনাক্ত হয় কোভিড ১৯। যা প্রভাব পরবর্তী দু বছরে গোটা বিশ্বের আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর পড়েছে।

 

https://twitter.com/ANI?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506541457561190402%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fcoronavirus-home-ministry-has-decided-to-end-all-covid-19-containment-measures%2F

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, গত ২৪ মাসে মহামারী নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন রকম বন্দোবস্ত সরকার করে ফেলেছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও এখন সচেতনতার স্তর আগের থেকে অনেক বেশি। তাছাড়া রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও মহামারী মোকাবিলায় নিজেদের মতো করে প্রস্তুতি জারি রেখেছেন। করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যাও ঠেকেছে তলানিতে।গত সাত সপ্তাহে, টানা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কথায় সবদিক  বিবেচনা করেই প্রত্যাহার করা হল করোনা বিধিনিষেধ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২বছর পর দেশ থেকে প্রত্যাহার করা হল করোনা বিধিনিষেধ

আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দুবছর বাদে দেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হল করোনা বিধি। জানিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রক।নাইট কার্ফু, কনটেইনমেন্ট জোন ৩১শে মার্চ  থেকে অতীত এইসব শব্দ। তবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব মেনে চলা  এখনও বাধ্যতামূলক।

ঠিক দু বছর আগে ২০২০ সালের ২৪ মার্চ দেশজুড়ে  প্রথম লকডাউন ঘোষণা করা হয়। ২০১৯ সালের শেষে চিনের হুয়ান প্রদেশে প্রথম শনাক্ত হয় কোভিড ১৯। যা প্রভাব পরবর্তী দু বছরে গোটা বিশ্বের আর্থ-সামাজিক পরিস্থিতির ওপর পড়েছে।

 

https://twitter.com/ANI?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506541457561190402%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fcoronavirus-home-ministry-has-decided-to-end-all-covid-19-containment-measures%2F

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, গত ২৪ মাসে মহামারী নিয়ন্ত্রণ করার মতো বিভিন্ন রকম বন্দোবস্ত সরকার করে ফেলেছে। তাছাড়া সাধারণ মানুষের মধ্যেও এখন সচেতনতার স্তর আগের থেকে অনেক বেশি। তাছাড়া রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও মহামারী মোকাবিলায় নিজেদের মতো করে প্রস্তুতি জারি রেখেছেন। করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যাও ঠেকেছে তলানিতে।গত সাত সপ্তাহে, টানা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কথায় সবদিক  বিবেচনা করেই প্রত্যাহার করা হল করোনা বিধিনিষেধ।