চারবছর পর ইসরায়েলে রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে তুরস্ক
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 38
পুবের কলম ওয়েবডেস্ক: চারবছর পর তুরস্কে রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে ইসরায়েল। নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা বৃদ্ধিকেই ইঙ্গিত করছে বলে মত বিশ্লেষকদের।
ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে আঙ্কারায় গত দুবছর যাবত দূতাবাসের দায়িত্বে ছিলেন সিনিয়র কূটনীতিবিদ ইরিট লিলিয়ান। তিনিই নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
২০১৮ সালে গাজা সীমান্তে ফিলিস্তিন নাগরিকদের হত্যা করে ইসরায়েলের সেনারা। এর প্রতিবাদ হিসেবে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে তুরস্ক। আর ইসরায়েলের রাষ্ট্রদূতকে আঙ্কারা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে উভয় দেশের মধ্যে সম্পর্কের তীক্ততা ছিল। সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে।