০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

গার্ডেনরিচ কাণ্ডের জের: বেআইনি নির্মাণ রুখতে নাগরিকদের মতামত নেবে কলকাতা পুরসভা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার
  • / 9

পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচকান্ডের জেরে এবার বেআইনি নির্মাণ রুখতে নাগরিকদের মতামত নেবে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, যে শহরের অবৈধ নির্মাণ রুখতে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। গার্ডনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ রুখতে একটি অ্যাপ চালু করেছে কলকাতা পুরসভা। এ বার বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজরদারির কাজে কলকাতার নাগরিকদের সাহায্য নিতে চায় কলকাতা পুরসভা। গার্ডেনরিচের ঘটনার পরেই বেআইনি নির্মাণ রুখতে আলোচনা শুরু হয়েছে আধিকারিকদের মধ্যে।

সম্প্রতি কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও নির্মাণ নিয়ে প্রশ্ন জাগলে যে কোনও ব্যক্তি পুরসভার ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত নকশার সঙ্গে নির্মীয়মাণ বাড়ির নকশা মিলিয়ে নিতে পারবেন। প্রত্যেক দিনের অনুমোদিত নকশা নিয়ম করে পুরসভার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে বিল্ডিং বিভাগের জায়গায় সেই নকশাগুলি আপলোড করা হচ্ছে।

কোনও নির্মাণ নিয়ে কেউ লিখিত অভিযোগ করার আগে পুরসভার ওয়েবসাইটে ঢুকে তাঁর অভিযোগের যথার্থতা যাচাই করে নিতে পারবেন।

কোনও বাড়ির নির্মাণ বৈধ না কি অবৈধ, তা ঠিকানা দিয়ে নকশা খুঁজে দেখে নেওয়া যাবে। এমনকি, গত ১০ বছর ধরে পুরসভা শহরে যত নতুন নির্মাণের নকশা অনুমোদন করেছে, সবটাই ওয়েবসাইটে তোলার কাজও শুরু হয়েছে। শহরের অবৈধ নির্মাণ রুখতে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গার্ডেনরিচ কাণ্ডের জের: বেআইনি নির্মাণ রুখতে নাগরিকদের মতামত নেবে কলকাতা পুরসভা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচকান্ডের জেরে এবার বেআইনি নির্মাণ রুখতে নাগরিকদের মতামত নেবে কলকাতা পুরসভা। সম্প্রতি কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, যে শহরের অবৈধ নির্মাণ রুখতে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। গার্ডনরিচের ঘটনার পর বেআইনি নির্মাণ রুখতে একটি অ্যাপ চালু করেছে কলকাতা পুরসভা। এ বার বেআইনি নির্মাণের বিরুদ্ধে নজরদারির কাজে কলকাতার নাগরিকদের সাহায্য নিতে চায় কলকাতা পুরসভা। গার্ডেনরিচের ঘটনার পরেই বেআইনি নির্মাণ রুখতে আলোচনা শুরু হয়েছে আধিকারিকদের মধ্যে।

সম্প্রতি কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনও নির্মাণ নিয়ে প্রশ্ন জাগলে যে কোনও ব্যক্তি পুরসভার ওয়েবসাইটে গিয়ে অনুমোদিত নকশার সঙ্গে নির্মীয়মাণ বাড়ির নকশা মিলিয়ে নিতে পারবেন। প্রত্যেক দিনের অনুমোদিত নকশা নিয়ম করে পুরসভার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হচ্ছে। ওয়েবসাইটে বিল্ডিং বিভাগের জায়গায় সেই নকশাগুলি আপলোড করা হচ্ছে।

কোনও নির্মাণ নিয়ে কেউ লিখিত অভিযোগ করার আগে পুরসভার ওয়েবসাইটে ঢুকে তাঁর অভিযোগের যথার্থতা যাচাই করে নিতে পারবেন।

কোনও বাড়ির নির্মাণ বৈধ না কি অবৈধ, তা ঠিকানা দিয়ে নকশা খুঁজে দেখে নেওয়া যাবে। এমনকি, গত ১০ বছর ধরে পুরসভা শহরে যত নতুন নির্মাণের নকশা অনুমোদন করেছে, সবটাই ওয়েবসাইটে তোলার কাজও শুরু হয়েছে। শহরের অবৈধ নির্মাণ রুখতে সাধারণ মানুষের মতামত নেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা।