০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন বছর পর ফের এনবিএসটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালাবে উত্তরবঙ্গে

ইমামা খাতুন
  • আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার
  • / 127

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর ভাবনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি। আপাতত ৩টি এসি বাস চলবে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে। প্রায় তিন বছর বন্ধ ছিল এই বাস পরিষেবা।

 

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ‘একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় চলত। বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ হয়েছিল। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেই পরিস্থিতি কাটিয়ে আবার আমরা এসি বাস পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছি।

আরও পড়ুন: উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না

প্রাথমিকভাবে, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই ৩টি রুটে আমরা এই বাস খুব শীঘ্রই চালু করতে চলেছি। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এসি বাসের সংখ্যা বাড়ানো হবে।’

আরও পড়ুন: গরুমারায় শুরু গন্ডার শুমারি

দু’বছরের বেশি সময় ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টি এসি বাস বসে রয়েছে। পরিকাঠামোগত সমস্যায় বাসগুলি রাস্তায় নামাতে পারছে না নিগম। বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে সেগুলির মধ্যে মাত্র তিনটি বাস তারা ফের চালু করার পরিকল্পনা নিয়েছে। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নিগম এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ করেছে। একসময় নিগমের ১৪টি এসি বাস চলত। মাঝখানে দেখভালের অভাবে এবং পর্যাপ্ত উপার্জন না থাকায় বাসগুলি বন্ধ হয়ে যায়। তার মধ্যে তিনটি বাস ফের চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুড়ি, কোচবিহার এবং রায়গঞ্জ থেকে তিনটি বাস শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে।

কোচবিহার-শিলিগুড়ি, রায়গঞ্জ-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে এসি বাসগুলি চলবে।

পার্থপ্রতিমবাবু বলেন, কোভিডের সময় থেকে দুই থেকে আড়াই বছর বাসগুলো বন্ধ ছিল। ধাপে ধাপে সব বাস চালু করা হবে। কেন এতদিন এসি বাস বন্ধ রয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেকানিক নিয়ে সমস্যা আর কিছু রুটে ক্ষতির কারণে পরিষেবা বন্ধ ছিল। আপাতত সমস্যা মেটানোর কাজ চলছে। ধাপে ধাপে যাত্রী সংখ্যা দেখে রুট বাছাই করে বাস নামানো হবে। এই বাস পরিষেবা ফের চালু হওযায় ভ্রমণপিপাসু মানুষরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন বছর পর ফের এনবিএসটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালাবে উত্তরবঙ্গে

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের শীতাতপ নিয়ন্ত্রিত বাস চালানোর ভাবনা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। শিলিগুড়ি, রায়গঞ্জ কোচবিহার ডিপো থেকে কলকাতার উদ্দেশে চলবে এই বাসগুলি। আপাতত ৩টি এসি বাস চলবে শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ রুটে। প্রায় তিন বছর বন্ধ ছিল এই বাস পরিষেবা।

 

আরও পড়ুন: এবার উত্তরবঙ্গ থেকে দিঘা সরাসরি ভলভো বাস

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, ‘একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টা শীতাতপ নিয়ন্ত্রিত বাস রাস্তায় চলত। বিভিন্ন কারণে সেই পরিষেবা বন্ধ হয়েছিল। প্রায় ৩ বছর বন্ধ থাকার পর সেই পরিস্থিতি কাটিয়ে আবার আমরা এসি বাস পরিষেবা চালুর উদ্যোগ গ্রহণ করেছি।

আরও পড়ুন: উত্তরবঙ্গ BJP: দূরবিন দিয়েও খোঁজ পাওয়া যাচ্ছে না

প্রাথমিকভাবে, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-শিলিগুড়ি ও কোচবিহার-রায়গঞ্জ এই ৩টি রুটে আমরা এই বাস খুব শীঘ্রই চালু করতে চলেছি। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে এসি বাসের সংখ্যা বাড়ানো হবে।’

আরও পড়ুন: গরুমারায় শুরু গন্ডার শুমারি

দু’বছরের বেশি সময় ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ১৪টি এসি বাস বসে রয়েছে। পরিকাঠামোগত সমস্যায় বাসগুলি রাস্তায় নামাতে পারছে না নিগম। বেসরকারি সংস্থার সাহায্য নিয়ে সেগুলির মধ্যে মাত্র তিনটি বাস তারা ফের চালু করার পরিকল্পনা নিয়েছে। পার্থপ্রতিম রায় জানিয়েছেন, নিগম এই বিষয়ে বেশ কিছু পদক্ষেপ করেছে। একসময় নিগমের ১৪টি এসি বাস চলত। মাঝখানে দেখভালের অভাবে এবং পর্যাপ্ত উপার্জন না থাকায় বাসগুলি বন্ধ হয়ে যায়। তার মধ্যে তিনটি বাস ফের চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিলিগুড়ি, কোচবিহার এবং রায়গঞ্জ থেকে তিনটি বাস শীঘ্রই পরীক্ষামূলকভাবে চালু হবে।

কোচবিহার-শিলিগুড়ি, রায়গঞ্জ-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কলকাতা রুটে এসি বাসগুলি চলবে।

পার্থপ্রতিমবাবু বলেন, কোভিডের সময় থেকে দুই থেকে আড়াই বছর বাসগুলো বন্ধ ছিল। ধাপে ধাপে সব বাস চালু করা হবে। কেন এতদিন এসি বাস বন্ধ রয়েছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, মেকানিক নিয়ে সমস্যা আর কিছু রুটে ক্ষতির কারণে পরিষেবা বন্ধ ছিল। আপাতত সমস্যা মেটানোর কাজ চলছে। ধাপে ধাপে যাত্রী সংখ্যা দেখে রুট বাছাই করে বাস নামানো হবে। এই বাস পরিষেবা ফের চালু হওযায় ভ্রমণপিপাসু মানুষরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।