০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যুবকদের সুযোগ দিতেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প, মন্তব্য রাজনাথের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে জ্বলছে গোটা দেশ। আর এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, ‘যুবকদের সুযোগ দিতেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প। বয়স ২১ থেকে ২৩ বছর করা হয়েছে। যুবকেরা অগ্নিবীর হওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবারই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দু’বছর ধরে দেশে সেনা নিয়োগ বন্ধ। ভারতীয় সেনাবাহিনীতে দেড় লক্ষ  শূন্যপদ রয়েছে। এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের বলা হবে ‘অগ্নিবীর’। এতে সুযোগ পাওয়া জওয়ানরা ৪ বছর কাজ করতে পারবেন৷ মেয়াদ শেষে মোট নিয়োগের ২৫ শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে৷ বাকিদের  চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা৷ উল্টে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে৷ মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি৷

নতুন প্রকল্পে বছরে ৪৫ থেকে ৫০ হাজার ‘অগ্নিবীর’ নিয়োগ হবে। বর্তমানে দেশের সেনাবাহিনীতে  জওয়ানের সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। নতুন প্রকল্পে সেখানে বছরে নিয়োগ হবে মাত্র ১২ হাজার জওয়ান। বছরে দু’বার নিয়োগ হলে, সংখ্যাটা দাঁড়াবে ২৪ হাজার।

দু’বছর বাদে ২০২২-এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের বয়স ছিল ১৭-২১ বছর পর্যন্ত। পরে লাগাতার আন্দোলনের ফলে বৃহস্পতিবার মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ বছর করার কথা জানায়৷ এর পরেই শুরু হয়েছে বিক্ষোভ। যা ক্রমশ হিংসাত্মক আকার নিচ্ছে।

দেশের একাধিক জায়গা বিক্ষোভের আগুনে জ্বলছে। অবরোধ থেকে টায়ার জ্বালানো, ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদাকারীরা। ১০ রাজ্যে বিক্ষোভের চেহারা নিচ্ছেন। বাদ নেই পশ্চিমবঙ্গও।

কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধি ট্যুইট করে করে বলেছেন, ‘দেশের মানুষ কি চায় মোদি জানেন না। উনি বন্ধুদের কথা শোনেন।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যুবকদের সুযোগ দিতেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প, মন্তব্য রাজনাথের

আপডেট : ১৭ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে জ্বলছে গোটা দেশ। আর এই অবস্থায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বললেন, ‘যুবকদের সুযোগ দিতেই কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প। বয়স ২১ থেকে ২৩ বছর করা হয়েছে। যুবকেরা অগ্নিবীর হওয়ার সুযোগ পাবে।

মঙ্গলবারই ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দু’বছর ধরে দেশে সেনা নিয়োগ বন্ধ। ভারতীয় সেনাবাহিনীতে দেড় লক্ষ  শূন্যপদ রয়েছে। এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের বলা হবে ‘অগ্নিবীর’। এতে সুযোগ পাওয়া জওয়ানরা ৪ বছর কাজ করতে পারবেন৷ মেয়াদ শেষে মোট নিয়োগের ২৫ শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে৷ বাকিদের  চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা৷ উল্টে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে৷ মেয়াদ শেষে ‘সেবা নিধি’ প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি৷

নতুন প্রকল্পে বছরে ৪৫ থেকে ৫০ হাজার ‘অগ্নিবীর’ নিয়োগ হবে। বর্তমানে দেশের সেনাবাহিনীতে  জওয়ানের সংখ্যা ১৩ লক্ষেরও বেশি। নতুন প্রকল্পে সেখানে বছরে নিয়োগ হবে মাত্র ১২ হাজার জওয়ান। বছরে দু’বার নিয়োগ হলে, সংখ্যাটা দাঁড়াবে ২৪ হাজার।

দু’বছর বাদে ২০২২-এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের বয়স ছিল ১৭-২১ বছর পর্যন্ত। পরে লাগাতার আন্দোলনের ফলে বৃহস্পতিবার মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বয়সের ঊর্ধ্বসীমা ২১ থেকে ২৩ বছর করার কথা জানায়৷ এর পরেই শুরু হয়েছে বিক্ষোভ। যা ক্রমশ হিংসাত্মক আকার নিচ্ছে।

দেশের একাধিক জায়গা বিক্ষোভের আগুনে জ্বলছে। অবরোধ থেকে টায়ার জ্বালানো, ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ জানাচ্ছে প্রতিবাদাকারীরা। ১০ রাজ্যে বিক্ষোভের চেহারা নিচ্ছেন। বাদ নেই পশ্চিমবঙ্গও।

কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল গান্ধি ট্যুইট করে করে বলেছেন, ‘দেশের মানুষ কি চায় মোদি জানেন না। উনি বন্ধুদের কথা শোনেন।’