০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লখনৌ-এর সঙ্গে চুক্তি– শাস্তির মুখে রাহুল-রশিদ!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 38

পুবের কলম ওয়েব ডেস্ক:  ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ চলাকালীনই  আইপিএলে বিতর্কের  আঁচ। পরের বারের প্রতিযোগিতার নিলাম  শুরুর  আগেই শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় তারকা  ব্যাটসম্যান কে  এল রাহুল এবং আফগান স্পিানর রশিদ খান। প্রসঙ্গত– দুটি নতুন দলের সংযোজনে আসন্ন আইপিএলে হবে ১০ দলের।

একটি সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী– ২০২২ সালের আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ-এর সঙ্গে  বছরে ২০ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল। যিনি গতবার ছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক। অন্যদিকে লখনৌ-এর সঙ্গে নাকি চুক্তি চুড়ান্ত  হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানেরও। নিয়ম অনুযায়ী– নিজের দল  রিলিজ না করলে– নিলাম ছাড়া কোনও ক্রিকেটার অন্য দলের  সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন না।

ওই প্রতিবেদন অনুযায়ী– ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ইতিমধ্যেই লখনৌ-এর বিরুদ্ধে   তাদের খে লোয়াড় নিয়ে নেওয়ার অভিযোগ করেছে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ–  এবং বোর্ডের  তরফ থেকে জানানো  হয়েছে– এই ঘটনার তদন্ত করা হবে। বিসিসিআইয়ের এক মুখপাত্র  জানিয়েছেন– কে  এল রাহুল এবং রশিদ  খান যদি এই  ধরণের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাঁরা বড়সড় শাস্তির মুখে  পড়বেন। আইপিএলে তাঁরা এক মরশুমের জন্য সাসপেন্ডও  হতে পারেন।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লখনৌ-এর সঙ্গে চুক্তি– শাস্তির মুখে রাহুল-রশিদ!

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক:  ভারত-নিউজিল্যান্ডের মধ্যে সিরিজ চলাকালীনই  আইপিএলে বিতর্কের  আঁচ। পরের বারের প্রতিযোগিতার নিলাম  শুরুর  আগেই শাস্তির মুখে পড়তে পারেন ভারতীয় তারকা  ব্যাটসম্যান কে  এল রাহুল এবং আফগান স্পিানর রশিদ খান। প্রসঙ্গত– দুটি নতুন দলের সংযোজনে আসন্ন আইপিএলে হবে ১০ দলের।

একটি সংবাদ মাধ্যমের  প্রতিবেদন অনুযায়ী– ২০২২ সালের আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ-এর সঙ্গে  বছরে ২০ কোটি টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন রাহুল। যিনি গতবার ছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক। অন্যদিকে লখনৌ-এর সঙ্গে নাকি চুক্তি চুড়ান্ত  হয়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের রশিদ খানেরও। নিয়ম অনুযায়ী– নিজের দল  রিলিজ না করলে– নিলাম ছাড়া কোনও ক্রিকেটার অন্য দলের  সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন না।

ওই প্রতিবেদন অনুযায়ী– ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ইতিমধ্যেই লখনৌ-এর বিরুদ্ধে   তাদের খে লোয়াড় নিয়ে নেওয়ার অভিযোগ করেছে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ–  এবং বোর্ডের  তরফ থেকে জানানো  হয়েছে– এই ঘটনার তদন্ত করা হবে। বিসিসিআইয়ের এক মুখপাত্র  জানিয়েছেন– কে  এল রাহুল এবং রশিদ  খান যদি এই  ধরণের ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে তাঁরা বড়সড় শাস্তির মুখে  পড়বেন। আইপিএলে তাঁরা এক মরশুমের জন্য সাসপেন্ডও  হতে পারেন।