০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আহলে হাদীস পত্রিকার ৫০বছর পূর্তি ও লেখক সংবর্ধনা

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার
  • / 50

পুবের কলম প্রতিবেদক: এই বছর মাসিক ‘আহলে হাদীস’ পত্রিকা ৫০ বছরে পা দিল। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সুফিয়া প্রকাশনীর স্টলে। সেই অনুষ্ঠানে বিশেষ সংখ্যার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুবের কলম-এর সম্পাদক তথা প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। এ দিন আহলে হাদীস পত্রিকার বিশিষ্ট লেখকদের সংবর্ধনাও দেওয়া হয়। লেখকদের স্মারক তুলে দেন আহমদ হাসান ইমরান ও পত্রিকার কর্মকর্তারা। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, সানাউল্লাহ উমরী, নসরুল বারী, খাইরুল বারী, শামীমা সুলতানা, মজাহার আলী, নজরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, মরহুম হাফেজ আইনুল বারী একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। তাঁর সম্পাদনায় আহলে হাদীস পত্রিকা প্রকাশিত হত। তিনি কুরআন শরীফ-এর বাংলা তাফসীরও করেছেন। একইসঙ্গে ইসলাম সম্পর্কে লিখেছেন বেশ কিছু বই। ১৯৭২ সালে প্রথম আরএনআই নম্বর সহ প্রকাশিত হয় আহলে হাদীস পত্রিকা। এ বছর ৫০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই এ দিন বিশেষ অনুষ্ঠান হয়

আরও পড়ুন: Badruddin Umar: ইন্তেকাল করলেন লেখক, গবেষক বদরুদ্দীন উমর (ইন্না লিল্লাহে)

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আহলে হাদীস পত্রিকার ৫০বছর পূর্তি ও লেখক সংবর্ধনা

আপডেট : ৭ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: এই বছর মাসিক ‘আহলে হাদীস’ পত্রিকা ৫০ বছরে পা দিল। সেই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সুফিয়া প্রকাশনীর স্টলে। সেই অনুষ্ঠানে বিশেষ সংখ্যার অনুষ্ঠানিক উদ্বোধন করেন পুবের কলম-এর সম্পাদক তথা প্রাক্তন সাংসদ আহমদ হাসান ইমরান। এ দিন আহলে হাদীস পত্রিকার বিশিষ্ট লেখকদের সংবর্ধনাও দেওয়া হয়। লেখকদের স্মারক তুলে দেন আহমদ হাসান ইমরান ও পত্রিকার কর্মকর্তারা। এ দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমদাদুল হক, সানাউল্লাহ উমরী, নসরুল বারী, খাইরুল বারী, শামীমা সুলতানা, মজাহার আলী, নজরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, মরহুম হাফেজ আইনুল বারী একজন পন্ডিত ব্যক্তি ছিলেন। তাঁর সম্পাদনায় আহলে হাদীস পত্রিকা প্রকাশিত হত। তিনি কুরআন শরীফ-এর বাংলা তাফসীরও করেছেন। একইসঙ্গে ইসলাম সম্পর্কে লিখেছেন বেশ কিছু বই। ১৯৭২ সালে প্রথম আরএনআই নম্বর সহ প্রকাশিত হয় আহলে হাদীস পত্রিকা। এ বছর ৫০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষেই এ দিন বিশেষ অনুষ্ঠান হয়

আরও পড়ুন: Badruddin Umar: ইন্তেকাল করলেন লেখক, গবেষক বদরুদ্দীন উমর (ইন্না লিল্লাহে)