পাটনা এইমসে রহস্যমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার! জারি তদন্ত

- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 31
পুবের কলম,ওয়েবডেস্ক: পাটনা এইমসে রহস্যমৃত্যু হবু চিকিৎসকের! হোস্টেল রুম থেকে উদ্ধার দেহ । মৃত্যুর কারণ ঘিরে ঘনীভূত হচ্ছে রহস্য। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃতের নাম যাদবেন্দ্র সাহু। ওড়িশার বাসিন্দা ছিলেন তিনি। বর্তমানে প্রথম বর্ষের এমডি ছাত্র ছিলেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুর ১ টা নাগাদ কলেজ কর্তৃপক্ষ থানায় ফোন করে। জানানো হয়, বারবার ডাকার পর এক পড়ুয়া দরজা খুলছে না। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কলেজ কর্তৃপক্ষ এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দরজা ভাঙা হয় এদিন । ভিতরে ঢুকেই যাদবেন্দ্রকে বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির টিম। সংগ্রহ করেছে প্রয়োজনীয় নমুনা । খবর দেওয়া হয়েছে যাদবেন্দ্রর পরিবারকে।
উল্লেখ্য, শুক্রবার রাতে শেষবার তাঁকে দেখা গিয়েছিল। কিন্তু শনিবার থেকে কোনও খোঁজ পাওয়া যায়নি। এমনকি ফোন করলেও তা রিসিভ করেনি সে। তারপর তাঁর রুমের কাছে এসে একাধিকবার ডাকাডাকি করলেও যখন কোনও উত্তর পাওয়া যায়নি, তখনই কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তারপর ফুলওয়ারি শরিফ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।